স্বামীর সাথে অতিরিক্ত হাসি ঠাট্টা ও অতিরিক্ত কথা বলা কি জায়েজ?
কোনো স্বামী যদি স্ত্রীকে অনলাইনের মাদ্রাসায় পড়তে না দেয়,দ্বীনি বান্ধবীর সাথে কথা বলতে না দেয় তাহলে স্ত্রীর করনীয়? যেহেতু স্ত্রীর অফলাইনে কোনো উস্তাজা শিক্ষীকা নেই দ্বীনের শিক্ষা দেয়ার। স্ত্রী দ্বীন শিক্ষা করতে চায়,পড়তে চায়।দ্বীন শিখতে চায় আবার একটা কাফেলাতে রয়েছে স্ত্রী সেখানে পরীক্ষা হয়,সোমবার পরীক্ষা মিস হয়ে গেছে। এমবি দিতে বলেছে, wifi দিতে বলেছে।ডিসেম্বর মাস থেকে।দেয়া হয়নি। আবার বলেছিল স্ত্রীর মাকে সপ্তাহে দুইদিন এবং পরে বলেছে প্রতিদিন একবার যাতে ফোন দেয় কিন্তুু স্ত্রী তার মা কে জানায়নি মা কষ্ট পাবে বলে।এখন এখানে স্ত্রীর মনে হচ্ছে যে তাকে দ্বীন থেকে বিচ্যুত করতে চাওয়া হচ্ছে।এমনিতে হাসব্যান্ড অনেক ভালো আলহামদুলিল্লাহ, কিন্তুু স্ত্রী দ্বীনের ক্ষেত্রে এসব আচরণ মেনে নিতে পারছে না।