ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আবিস্কার এবং প্রকাশনা সত্ত্বের ক্রয়-বিক্রয়
আবিস্কার সত্ত্ব এমন একটি সত্ত্বকে বলা হয়, যা প্রচলিত নিয়মানুসারে কিংবা আইনগত দিক দিয়ে ওই ব্যক্তির অনুকূলে থাকে,যে ব্যক্তি নতুন কোনো জিনিষ আবিস্কার করেছে বা কোনো জিনিষের নতুন আকৃতি বা রূপ দান করেছে।আর আবিস্কার সত্ত্বের অর্থ হল,এককভাবে ওই ব্যক্তির জন্যই নিজের আবিস্কৃত জিনিষ বানানোর এবং বাজারজাত করার অধিকার থাকবে।আবার কোনো কোনো সময় আবিস্কারক তার আবিস্কার সত্ত্ব অন্য কারো কাছে বিক্রয় করে দিয়ে থাকে।আর সত্ত্ব ক্রয়কারী তখন আবিস্কারকের মত বাণিজ্যিক ভিত্তিতে ওই জিনিষ প্রস্তুত করে থাকে।এমনিভাবে কোনো ব্যক্তি যদি কোনো কিতাব, বই লিখে কিংবা সংকলন করে, তাহলে ওই কিতাব-বই, প্রকাশ-প্রচার ব্যবসায়িক ভিত্তিতে বাজারজাত করার অধিকার লেখক বা সংখকলকের জন্য সংরক্ষিত থাকে।আবার কোনো কোনো সময় কিতাবের লেখক ওই সত্ত্ব অন্যের কাছে বিক্রয় করে দিয়ে থাকে।আর ওই সময় ক্রেতা এই কিতাবের প্রকাশ-প্রচার এবং ব্যবসা-বাণিজ্য করার সত্ত্বাধিকারী হয়ে যায়।যে অধিকার পূর্বে লেখকের ছিল,সেই অধিকার চলে আসে ক্রেতার নিয়ন্ত্রণে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1197
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) সংরক্ষিত কোনো কিতাবের ছবি তুলে দূর দেশের ফ্রেন্ডকে পাঠানোও জায়েয হবে না।
(২) কাপড় যদি রাতে ঘরের বাইরে বা বারান্দায় থাকে সেক্ষেত্রে জ্বিন, জাদু রিলেটেড সমস্যা হবার আশংকা যদিও নেই, তথাপি সতর্কতামূলক সন্ধ্যার পূর্বে ঘরের ভিতর নিয়ে আসাই উচিৎ।
(৩) একসাথে অনেকগুলো নফল নিয়তে একটা রোযা রাখা যাবে। তবে ফরযের সাথে অন্য কিছুকে সংযোজন করা যাবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/3778
(৪) তাওবা, শুকরানা, হাজত ইত্যাদি নিয়তে একত্রে দুই রাকাত সালাত পড়া যাবে। সবগুলোর নিয়ত রেখে পড়া যবে।
(৫) আমার পরিচিত যেখানে জব করেন সেখান থেকে বিভিন্ন খাদ্রদ্রব্য, মসলা, তেল ইত্যাদি মালিকের নজর এড়িয়ে নিয়ে আসেন। এখন প্রতিদিন যে খাবার ই খাওয়া হোক না কেন তাতে কিছু হারামের অংশ থেকেই যায়। এখন ওখানে যদি কেউ বেড়াতে যায়, সে হালাল ইনকামের অংশ থেকে খাচ্ছে সেই নিয়তে খেতে পারবে যদি ঐ ব্যক্তির হালাল ইনকামের পরিমাণ বেশী থাকে।