আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
26 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (19 points)
আসসালামুআলাইকুম।
আমি একটা স্কুলে চাকরি করি ৯-৪ টা।সেখানে প্রাইভেটের সুযোগ আছে কিন্তু সেইটা স্কুলেই পড়াতে হবে।।কিছু নিয়ম কানুন মেনে।।

কিন্তু নিজেদের স্কুলের স্টুডেন্ট বাইরে প্রাইভেট পড়াইতে নিষেধ করে।।কিন্তু বেশিরভাগ শিক্ষকই প্রাইভেট পড়ায়

১/এই ক্ষেত্রে স্কুলের টাইম ব্যতীত অন্য টাইমে টিচার এবং স্টুডেন্ট এর সম্মতিক্রমে স্কুলের নিষেধ থাকার পরও প্রাইভেট পড়ালে বেতন কি হালাল হবে?

স্কুলে শুধু একটা ব্যাচই পড়ানো যায় স্কুল ছুটির পর।।তাই বাইরে পড়ায় সবাই।


২/পরীক্ষার খাতা মূল্যায়নের সময় বিশেষ করে লিখিত সৃজনশীল এর ক্ষেত্রে নম্বর একদম সঠিক দেওয়া যায় না একটু ১৯-২০ হয়েই যায়।।ভালো করে দেখলেও কম বেশি হয়ই।আর অনেক বেশি টাইম ও নেওয়া যায় না।।কারণ অনেক খাতা দেখতে হয় সময় কম থাকে।।এই ক্ষেত্রে অনিচ্ছা সত্বেও নম্বর কম বেশি হয়ে গেলে কি বান্দার হক নষ্ট হবে?

এই বিষয়টা খুব জটিল মনে হচ্ছে।।একদম সঠিক লিখিততে সম্ভবই না।কারন নির্দিষ্ট উত্তর নাই।সঠিক বিষয়ই একেক জন একেক ভাবে লিখে।

৩/ক্লাসে অনুপস্থিত থাকলে জরিমানা আদায় করে দিতে হয় প্রতিষ্ঠানে।।আমরা শুধু তাকে বলব যে আসে নাই সে একাউন্ট এ টাকা জমা দিয়ে আমায় রশিদ দেখাবে শুধু।।এতে কি গুনাহ হবে?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
স্কুল টাইম ব্যতীত অন্য টাইমে টিচার এবং স্টুডেন্ট এর সম্মতিক্রমে স্কুলের নিষেধ থাকার পরও প্রাইভেট পড়ালে বেতন হারাম যদিও হবে না তথাপি স্কুলের বিধিনিষেধকে মান্য করা অতিব জরুরী। যদি এই প্রাইভেট পড়ানোর দ্বারা স্কুলের পরিবেশ ও পড়ালেখার প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে এর সম্পূর্ণ দায়ভার আপনাকেই নিতে হবে। কাজেই এত্থেকে দূরে থাকাই শ্রেয়।

(২)
পরীক্ষার খাতা মূল্যায়ন করতে যেয়ে যদি ১৯/২০ হয়েও যায়, যেহেতু  ১০০% পার্সেন্ট সমতা ও সঠিক মূল্যায়ন করা সামর্থ্যর অধিক, তাই এতে কোনো সমস্যা হবে না।


لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।(সূরা বাকারা-২৮৬)

(৩) 
জ্বী, এক্ষেত্রে গোনাহ হবে না। তবে জরিমানার টাকা স্কুল কর্তৃপক্ষের জন্য হালাল হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 157 views
...