ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
স্কুল টাইম ব্যতীত অন্য টাইমে টিচার এবং স্টুডেন্ট এর সম্মতিক্রমে স্কুলের নিষেধ থাকার পরও প্রাইভেট পড়ালে বেতন হারাম যদিও হবে না তথাপি স্কুলের বিধিনিষেধকে মান্য করা অতিব জরুরী। যদি এই প্রাইভেট পড়ানোর দ্বারা স্কুলের পরিবেশ ও পড়ালেখার প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে এর সম্পূর্ণ দায়ভার আপনাকেই নিতে হবে। কাজেই এত্থেকে দূরে থাকাই শ্রেয়।
(২)
পরীক্ষার খাতা মূল্যায়ন করতে যেয়ে যদি ১৯/২০ হয়েও যায়, যেহেতু ১০০% পার্সেন্ট সমতা ও সঠিক মূল্যায়ন করা সামর্থ্যর অধিক, তাই এতে কোনো সমস্যা হবে না।
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।(সূরা বাকারা-২৮৬)
(৩)
জ্বী, এক্ষেত্রে গোনাহ হবে না। তবে জরিমানার টাকা স্কুল কর্তৃপক্ষের জন্য হালাল হবে না।