আসসালামু আলাইকুম,
এক বোনের নিফাসের পর হায়েয সংক্রান্ত একটা প্রশ্ন করা হয়েছিল এখানে -
https://ifatwa.info/108852/
তার প্রেক্ষিতে নিচের প্রশ্নটি করেছেন ঐ বোনঃ
আগের হিসাব মতে, ২১ তারিখ ফজরের পর থেকে ইস্তিহাযা শেষ হয়ে হায়েয শুরু হবার কথা। কিন্তু ২১ তারিখ যোহরের সময় সাদাস্রাব দেখা যাওয়ায় নামাজ বন্ধ করিনি। আবার, আসরের পর অন্য রঙের স্রাব দেখে নামাজ বন্ধ করে দিয়েছিলাম।
পরে ৩০ তারিখ রাতে চেক করে সাদাস্রাব দেখি। কিন্তু, বিগত মাসগুলোর মত আবারও অন্য রঙ আসবে ভেবে নামাজ পড়িনি। কিন্তু ৩১ তারিখেও সাদাস্রাব ছিল। ৩১ তারিখ আসরের পর নামাজ শুরু করি (হায়েযের ১০ দিন ধরে)।
প্রশ্নঃ
১/ যেহেতু, সাদাস্রাব কবে থেকে আসা শুরু হয়েছে জানিনা, তাহলে ইস্তিহাযার ১৫ দিন কীভাবে হিসাব করব? আজ ১২ তারিখ ভিন্নরঙ দেখা গিয়েছে, সুতরাং ইস্তিহাযার হিসেব কীভাবে হবে?
২/ ইস্তিহাযা শেষ এটি বোঝার উপায় কী? দিনে কতবার চেক করতে হবে?
২/ আজ ১২ তারিখ