আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ উস্তাজ,
আমার বাবার ইউনিভার্সিটির সহপাঠীদের পিকনিক। এখানে সবাই পরিবার সহ যোগ দিবেন। বাবারা বয়স্ক। কিন্তু পরিবারের সবাই বয়স্ক নন। এমন কি পর্দাও মেইন্টেইন অনেকে করবেন না। এখন প্রশ্ন হলোঃ
১/ আব্বু আম্মু যেহেতু বয়স্ক, উনারা এমন পিকনিকে যাওয়া জায়েজ হবে কিনা?
২/ যদি যাওয়া জায়েজ না হওয়া সত্ত্বেও, আব্বু আম্মু যান ই, সেক্ষেত্রে আমি কি তাঁদের সাথে শুধু রাস্তার দূরত্বটুকু যেতে পারব? যেহেতু উনারা ঢাকার বাহিরে ঘুরার মত স্থানে যাচ্ছেন এবং আমাদের পার্সোনাল গাড়ী দিয়ে আমরা যাব সেক্ষেত্রে আমার ইচ্ছা আমি পিকনিকে যোগ দিব না কিন্তু জাস্ট আব্বু আম্মুর সাথে ঐ পর্যন্ত গিয়ে পিকনিক স্পটের বাহিরে আমি এবং পরিবারের সদস্যরা অন্য কেউ থাকলে তাঁদের নিয়ে ঘুরব।
Jajhakumullahu khairn