Assalamualaikum wa rahmatullahi wa barakatuh
উস্তাদ আমি ঢাকা থাকি। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় আমি যে স্টেশন এ নামি তার দূরত্ব 78km, স্টেশন থেকে আমার মাহরাম এসে আমাকে নিয়ে যায়। আমার জন্য কি ঢাকা থেকে ওই স্টেশন পর্যন্ত একা যাওয়া জায়েজ হবে???