আসসালামু আলাইকুম, আমরা ২ বোন, ভাই নেই।বাবা ২০০৯ সালে মারা যান। তখন আমি ক্লাস ৯ এ পরি।ছোট বোন ৭ এ।বাবা আমাদের খুব রেস্ট্রিকশনের মধ্যে বড়ো করেসেন। তাই বাইরে চলাফেরা আমরা বা আমাদের মায়ের জন্য ওই সময় খুব কঠিন ছিলো।আমার মা একজন সাধারণ গৃহিণী। মারা যাওয়ার সময়, আমার আব্বা কিছু টাকা(৩-৪লক্ষ) এবং জমি রেখে যান। টাকা গুলো আমার চাচাতো ভাই কে দেন ব্যবসায়, কারন আমরা ২ বোন বা মা এর পক্ষে বাইরে কোনো কাজ করা সম্ভব ছিলো না। আমাদের ঘর ভাড়া, খাওয়া খরচ, পড়াশোনা বাবদ টাকা(১০ হাজার) ওই চাচাতো ভাই বহন করতেন।সেজন্য তিনি প্রতি মাসে একটা ফিক্সড এমাউন্ট আমাদের দিতেন।
পরবর্তীতে আমাদের জমি বিক্রি করে আমাদের ২ বোনকে আম্মা বিয়ে দেন।এখনও আম্মাকে আমার চাচাতো ভাই প্রতি মাসে একটা ফিক্সড এমাউন্ট দিয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আম্মার জীবন চলসে, মাঝেমধ্যে আমরা ২ বোনও সাহায্য করি।
আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আব্বা মারা যাওয়ার সময় আমরা ছোট ছিলাম, বা কোনো ভাই নাই, এবং আম্মা খুব সাধারণ গৃহিণী বাইরে জব সম্ভব না। সেক্ষেত্রে চাচাতো ভাই এর ব্যবসা থেকে দেওয়া ফিক্সড টাকাটা কি সুদ এর অন্তর্ভুক্ত হবে।
আমরা কখনো ব্যাংকে টাকা ডিপোজিট করিনি,বা লোন তুলিনি সুদ হওয়ার ভয়ে।
২০০৯ এ আমাদের পরিবারের পক্ষে একা সংসার চালানো খুব কঠিন ছিলো, কারন মামা বা চাচারা কখনো আর্থিক সহায়তায় এগিয়ে আসেন নি।
যদি সুদ হয় তাহলে আমরা কিভাবে এ গোনাহ থেকে পরিত্রাণ পাবো।