ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) জ্বী, এটা হানাফী মাযহাবের সিদ্ধান্ত যে, ফরয সুন্নত বা নফল নামাজে নিজের মত দোয়া করা নিষিদ্ধ।শুধুমাত্র আরবীতে আখেরাত সম্পর্কে দু'আ করা যাবে। বংলা ভাষায় বা দুনিয়াবী কোনো বিষয় নিয়ে দু'আ করা যাবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/185
(২) সালাতে শেষ বৈঠকে দোয়া মাছুরা শেষে সালাম ফেরানোর পূর্বে আরবীতে দু'আ করা যাবে।
(৩) সালাতের বাইরে প্রতিটি দোয়া কবুলের মুহুর্ত গুলতে হাত তুলে দু'আ করা মুস্তাহাব। হাত না তুলেও দু'আ করা যাবে।
(৪) নারীরা নামাযে কি উচ্ছ স্বরে তিলাওয়াত করবে?
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/21219
(৫)
সালাতের বাইরে কেউ যদি মনে মনে আল্লাহর জিকির বা দোয়া করে (ঘুমানোর পূর্বেও)তাহলে সাওয়াব পাওয়া যাবে। তবে ঠোট নাড়িয়ে পড়াই উচিৎ ও উত্তম।