আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
24 views
in সালাত(Prayer) by (13 points)
আসসালামু আলাইকুম ওয়া রহ'মাহতুল্লাহি ওয়া বারকাতুহ

১.চার বা দুই রাকাত ফরজ নামাজের মধ্যে দোয়া করা যাবে কি,নিজের ইচ্ছামত সেজদায় বা সালাম ফেরানোর আগে??
দুনিয়াবি কোনো বিষয় এ চাওয়া যাবে কি?

এ ব্যাপারে হাদিসের কোন রেফারেন্স থাকলে জানাবেন,
এটা কি হানাফী মাযহাবের বক্তব্য যে ফরজ নামাজের নিজের মত দোয়া করা নিষিদ্ধ শুধু নফল বা সুন্নত নামাজে করা যাবে।

২.সালাতে শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর নিজের ইচ্ছামত দোয়া করতে পারব নাকি দোয়া মাছুরা শেষে সালাম ফেরানোর পূর্বে??

৩.সালাতের বাইরে প্রতিটি দোয়া কবুলের মুহুর্ত গুলতে কি হাত তুলে দোয়া করা যাবে? হাত না উঠিয়ে দোয়া করা কি উত্তম?
(হাত না উঠিয়ে দোয়া না করলে মনোযোগ আসে না)

৪.মহিলাদের ক্ষেত্রে দিনের বা রাতের সালাতে কি হালকা শব্ধ করে কিরাত পাঠ করা বাধ্যতামূলক যাতে নিজ কান পর্যন্ত শুনতে পাওয়া যায়? মনে মনে পড়লে কি সালাত হবে না? সালাতের বাইরে কেউ যদি মনে মনে আল্লাহর জিকির বা দোয়া করে (ঘুমানোর পূর্বেও)তাহলে কি সাওয়াব পাওয়া যাবে না?
আল্লাহ তো কোরআনে বলছেন মুখ দিয়ে উচ্চারণ করা শব্দ গুলো কেবল ফেরেশতারা লিপিবদ্ধ করেন।

1 Answer

0 votes
by (606,150 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) জ্বী, এটা হানাফী মাযহাবের সিদ্ধান্ত যে, ফরয সুন্নত বা নফল নামাজে নিজের মত দোয়া করা নিষিদ্ধ।শুধুমাত্র আরবীতে আখেরাত সম্পর্কে দু'আ করা যাবে। বংলা ভাষায় বা দুনিয়াবী কোনো বিষয় নিয়ে দু'আ করা যাবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/185

(২) সালাতে শেষ বৈঠকে দোয়া মাছুরা শেষে সালাম ফেরানোর পূর্বে আরবীতে দু'আ করা যাবে।

(৩) সালাতের বাইরে প্রতিটি দোয়া কবুলের মুহুর্ত গুলতে হাত তুলে দু'আ করা মুস্তাহাব। হাত না তুলেও দু'আ করা যাবে।

(৪) নারীরা নামাযে কি উচ্ছ স্বরে তিলাওয়াত করবে?
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/21219

(৫)
সালাতের বাইরে কেউ যদি মনে মনে আল্লাহর জিকির বা দোয়া করে (ঘুমানোর পূর্বেও)তাহলে সাওয়াব পাওয়া যাবে। তবে ঠোট নাড়িয়ে পড়াই উচিৎ ও উত্তম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 101 views
...