আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সাবতামরীন পরিচালনার জন্য লিডার আপু খুঁজা হচ্ছে, লিডার এর জন্য এপলাই করার আগে ইস্তিখারা করে নিতে বলা হয়েছে।
তো প্রথমে শুনে আমার খুব করতে ইচ্ছা করছিলো অবশ্যই সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি এমনি মাগরিবের ফরজ সালাত শেষে দোয়া করেছিলাম যে আল্লাহ যদি আমি এটা করার জন্য যোগ্য হই তাহলে তুমি এটা আমাকে করতে দিও আর যদি আমি যোগ্য না হই আমার চেয়ে অন্য বোনেরা যোগ্য হয়ে থাকে তাহলে তুমি তাদেরকে সুযোগ করে দাও। মানে এই রকম ই কিছু দোয়া করেছিলাম। তারপর নিয়ত ছিল রাতে দুই রাকাত ইস্তিখারা নামাজ আদায় করবো। কিন্তূ সেটা আর করতে পারি নি, তারপর নিজেই ভাবছিলাম আমি এমনি কম কথা বলি, কেউ কে কখনো পড়াই নি এই কাজ আমাকে দিয়ে হবেনা, থাক এপলাই করবো না, এসব ভেবে ঘুমাই গেছি। রাতে তেমন কিছু দেখিনি, কিন্তূ দুপুর ১২ টার দিকে তখন একটু চোখ লাগছিলো আর তখন দেখি -- একজন বয়স্ক বুজর্গ লোক, খাটের ওপর ওনার সামনে বসে আছি, বসার কারণ হলো উনার থেকে আরবি শিখার জন্য বা দ্বীনি পড়াশোনা করার জন্য বসেছি এমন। উনি কেমন দেখতে ছিল সেটা বলি -- ওনার কপালে নামাজ পড়লে যেমন দাগ থাকে তেমন পুরো টা কপাল জুড়ে দাগ ছিল, সাধারণত দাগ থাকে কালো কিন্তূ কপাল এর সেই দাগ সুবুজ কালার ছিল, ওনার গলা আর ঘাড় সেটার স্কিন কালার ও সবুজ ছিল। তারপর ওনার হাতের আঙ্গুল গুলোর দিকে খেয়াল করলাম দেখলাম যে দুইটা দুই টা আঙ্গুল জোড়া লাগানো দুইটা দুইটা করে এমন সব আঙ্গুল জোড়া লাগানো, অনেক চওড়া মোটা আঙ্গুল গুলো। দেখে কিছু টা ভয় লাগছিলো। পরে উনি ওনার কপালের এই দাগ দেখিয়ে কি যেন বলছিলো সেটা মনে নেই, পরে ওই বসে অবস্থাতেই উনি অসুস্থ হয়ে শুয়ে পড়েন। আমি বলছিলাম আপনাকে কি পানি দিবো, দেখি যে ওনার কাছেই পানি ছিল সেটা উনি শুয়েই খাচ্ছিলেন। পরে একবার ভাবছিলাম উনি কি এখন মারা যাবে, মালাকুল মউত কি এসে গেছেন ওনার কাছে এটা ভেবে ভয় পাচ্ছিলাম। তারপর ই চোখ খুলে যায়।
এখন জানতে চাচ্ছিলাম, এটার কি বাখ্যা হতে পারে।