عَوْرَة ج عَوْرَات
['আওরাহ] শব্দের অর্থঃ
লজ্জাস্থান দোষ,ত্রুটি,লজ্জা,লজ্জাজনক বিষয়,,স্ত্রীলোক,দুর্বল জায়গা,অরক্ষিত স্থান,ফাঁক,ফাটল,(সূর্যের) উদয় ও অস্ত।
سَتَرَ [ن] (سَتْر)
[সাতারা] শব্দের অর্থঃ
ঢেকে রাখা,লুকিয়ে রাখা,গোপন করা,আচ্ছাদিত করা।
,
(০২)
★শরয়ী বিধানের দিক থেকে উভয়টিই একই অর্থে ব্যবহৃত হয়।
বিধানগত দিক লক্ষ্য করে উভয়টির মধ্যে কোনো পার্থক্য নেই।
,
ইসলামিক শরীয়াহ অনুসারে, আওরাহ বা সতর আরবি: عورة 'আওরাহ, আরবি: ستر, সতর ) হল মানব শরীরের সে সকল অংশ যেগুলো অপরের সামনে ঢেকে রাখা বাধ্যতামুলক।
(০৩)
পুরুষের সতর হল নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত।
হযরত আমর ইবনে শুআইব রাহ. তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবে না। পুরুষের সতর হল নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। (সুনানে কুবরা, বায়হাকী, হাদীস : ৩২৩৫; সুনানে আবু দাউদ, হাদীস : ৪৯৭; সুনানে দারা কুতনী ১/৩২০
,
আরো জানুনঃ
(০৪)
মাহরামদের সামনে মহিলাদের সতর হল, মাথা, চুল, গর্দান, কান, হাত, পা, টাখনু, চেহারা,ড় গর্দান সংশ্লিষ্ট সিনার উপরের অংশ ছাড়া বাকি পূর্ণ শরীর সতর। {ফাতাওয়া হিন্দিয়া-৫/৩২}
বিস্তারিত জানুনঃ