১।ধারনা করে কোনো বিষয় কে অমুসলিম দের বিষয় বললে কি ইমানে সমস্যা হবে?
২।প্রবল ধারনা করে একটা বিষয় কে কাফের মুশরিকদের বিষয় বলে ফেলি পরে দেখি সেটা অমুসলিমদের ধারনা করে বলার কারনে কি গুনাহ হবে?
৩।কোনো জায়েজ কাজ কাউকে দেখার নিয়তে করলে কি রিয়া হবে যেমন ক্রিকেট খেলা, নতুন জামা কাপড় পড়া,মানুষ দাম দেয় এরকম ইনকাম করা ইত্যাদি নাকি শুধু নেক আমল লোক দেখানো করলে রিয়া হবে?