আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
92 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
3. আর হুজুর সন্দেহের ভিত্তিতে তো ইসলামে কোন বিধান কার্যকর হয়না তাইনা❓যে কোন বিষয় বা কোন কিছু নিয়ে সন্দেহ এখন সন্দেহ টা যেই কোন এক দিকে প্রবল ধারনা অনুযায়ী স্তির হচ্চে না একবার যেই দিকে প্রবল ধারনা স্তির হয় কিছু খন পরে বা পরক্ষনে বিপরীত দিকে বা অন্য সাইডে প্রবল ধারনা হয় বা স্থির হচ্চে চিন্তা বা কোন দিকেই ১০০% ও হচ্চে না বা কোন দিকে প্রবল ধারনা স্তির ও হচ্চে না। এমতাবস্থায় যদি আমি সে বিষয় টাকে পরিহার করে দি বা মাথা থেকে পুরোপুরি ভাবে ঝেড়ে ফেলে দি আল্লাহ আমাকে পাকড়াও তো করবেন না পরে হোক এই দুনিয়াতে বা আখিরাতে। আপনি উত্তর টা দিলে আমি এইটা মাথা থেকে ফেলে ভাব্ব যে এইটা শয়তান এর ওয়াস ওয়াসা বা ধোকা কারন শয়তান অহেতুক মানুষ কে সন্দেহ আর পেরেশানিতে ফেলে দেই তার জন্য কোন কারন লাগে না তা জানেনি। আমার একটা ছোট বিষয় নিয়ে এমনি আমি দিধায় বা সন্দেহের মধ্যে আছি তাই এই প্রশ্ন টা করলাম। উত্তর টা দিলে আমি নিজেকে বুজাতে বা শান্তনা দিতে পারব কোন সমস্যা হবে না বা কোন অসুবিধা নাই আমার। অন্যথায় বিষয় টা অহেতুক আমাকে পেরেশানি দিবে মাঝে মাঝে বা প্রায় সময় ও হতে পারে শয়তান কে তো আর বিশ্বাস করা যাইনা হুজুর। আর আমি ঘটনা বা ওই সমস্যা টা যদি এইখানে উল্লেখ করি হয়ত কোন কথা বা কারন ভুল হবে মানে পুরোপুরি accurate বলা কিছু টা  tough কিন্ত প্রায় কথা তা নিয়ে i guess  বলা যাই কিন্ত তা সন্দেহ বা মনের ওয়াস ওয়াসাও হতে পারে আল্লাহ ভালো জানেন তাই আমি এই উত্তর টা জানলে আল্লাহর উপর ভরশা করে সামনের দিকে এগিয়ে যাবো ইনশায়াল্লাহ কেননা ওই বিষয় বা জিনিস্টা নিয়ে সন্দেহ যে নাই তা বলবো না সন্দেহ আছে আর উপরের কথা গুলা পড়লে আশা করি কিছু টা বুজবেন যদি বলেন যে তা উল্লেখ করতে যেহেতু অনেক দিন already হয়ে গেসে তাও আপনি বললে লেখার চেষ্টা করব যতটুকু স্মরণে বা মন এর মধ্যে আসে।
৪. "আলাদা আলাদা" বা আলাদা এই বাক্য গুলা কি কিনায়া উস্তাদ নাকি শুধু মাএ বাক্য বা শব্দ এর কারনে বা এর দ্বারা কোন তালা''' জনিত সমস্যা তো হবে না❓

উপরের প্রশ্ন গুলা ওয়াহিদ হুজুর এর ইনবক্সে whatsapp এর অনেক দিন আগে করেছি কিন্ত হুজর বলসে সাইট এ করতে আর বলসে তো অনেক দিন বা কিছু দিন হয়েছে কিন্ত আমি আজকে করলাম প্রশ্নটা আশা করি জবাব অবশ্যই দিবেন।

1 Answer

0 votes
by (616,950 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইয়াকিন বিশ্বাস ব্যতিত কোনো হুকুম প্রমাণিত হয়না।
যেমন ইতিপূর্বে একটি মূলনীতি আমরা উল্লেখ করেছি যে, আল্লামা ইবনে নুজাইম রাহ,লিখেন,
اﻟْﻘَﺎﻋِﺪَﺓُ اﻟﺜَّﺎﻟِﺜَﺔُ: (اﻟْﻴَﻘِﻴﻦُ ﻻَ ﻳَﺰُﻭﻝُ ﺑِﺎﻟﺸَّﻚِّ)
ﻭَﺩَﻟِﻴﻠُﻬَﺎ ﻣَﺎ ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻣَﺮْﻓُﻮﻋًﺎ {ﺇﺫَا ﻭَﺟَﺪَ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻓِﻲ ﺑَﻄْﻨِﻪِ ﺷَﻴْﺌًﺎ ﻓَﺄَﺷْﻜَﻞَ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﺧَﺮَﺝَ ﻣِﻨْﻪُ ﺷَﻲْءٌ ﺃَﻡْ ﻻَ ﻓَﻼَ ﻳَﺨْﺮُﺟَﻦَّ ﻣِﻦْ اﻟْﻤَﺴْﺠِﺪِ ﺣَﺘَّﻰ ﻳَﺴْﻤَﻊَ ﺻَﻮْﺗًﺎ، ﺃَﻭْ ﻳَﺠِﺪَ ﺭِﻳﺤًﺎ}
ভাবার্থঃতৃতীয় উসূল,ঈয়াক্বিন(দৃঢ় বিশ্বাস)সন্দের দ্বারা খতম হয় না।[তথা কারো কোনো বিষয় সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকলে, সে বিষয় সম্পর্কে বিপরিত কোনো সন্দেহের উদ্রেক হলে পূর্ব বিশ্বাসের কোনো ক্ষতি হবে না।অর্থাৎ নতুন করে জন্ম নেয়া সন্দেহ অগ্রহণযোগ্য ]
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/293

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইয়াকিন বিশ্বাস ছাড়া কোনো হুকুম আরোপিত হয়না। সুতরাং যেখানে ইয়াকিন বিশ্বাস থাকবে না, সেখানে কোনো হুকমুকে আরোপিত করা যাবে না। এবং এই বিষয়টাকে কোনো প্রকার পাত্তাই দেয়া যাবে না।

"আলাদা আলাদা" বা আলাদা, এই বাক্য গুলাকে স্থান কাল পাত্রভেদে কেনায়া শব্দ হিসেবে বিবেচনা করা যাবে।তবে সর্বক্ষেত্রে কেনায়া হবে না। বরং এদ্বারা সাধারণত তালাক হওয়ার পতিত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (15 points)
edited by
হুজুর প্রায় অনেক দিন আগে বা মাস খানেক বা ১/২ মাস আগে আমি chatgpt এর সাথে কিছু কথা বলতাসিলাম তো আমি তখন এই কথা গুলা লেখি : আমি আলাদা আলাদা মাসালা আলাদা আলাদা মুফতি বিজ্ঞ হুজুর দের থেকে নিয়ে তা মানতে পারবো তাহলে বুজালা। 
মানে chatgpt এর সাথে কথা বলতাসিলাম  আমি তো ওর মানে chatgpt এর কিছু কথার জবাবে আমি উপরে bold করা কথাটা বলি তো এইখানে যে আমি আলাদা আলাদা বাক্য গুলা বলসি বা লেখসি এইগুলা লেখার সময় যদি ধরেন আমার মনে তালা'''' এর নিয়ত থেকে থাকে বা নিয়ত আসে বা তৈরি হয় এতে কি কোন ভাবে এইটা কিনায়া বা তালা'''' হওয়ার সম্বাবনা আছে বা কোন তালা''' হবে ❓

by (15 points)
উপরের কমেন্ট টা অল্প এডিট করি তো যাইহোক হুজুর যদি দেখে থাকেন আশা করি জবাব টা দিবেন।
by (15 points)
হুজুর উত্তর টা তো আর দিলেন না অনুরোধ জবাব টা দেন
by (15 points)
edited by

উস্তাদ উপরের কমেন্ট টার জবাব দেন অনুরোধ করতাসি 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...