ওয়া আলাইকুমুস-সালাম ওয়া
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
بسم الله الرحمن الرحيم
জবাব,
https://ifatwa.info/37645/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- যেকোনো ধরণের দিবস পালনে
হুকুম সম্পর্কে উলামায়ে কেরামদের মাঝে মতবিরোধ রয়েছে। কিছু উলামায়ে কেরামগন বলেন, দিবস
পালনের মূল বিষয়টি এসেছে বিধর্মীদের থেকে।
সুতরাং বলা যায় এর মূল জিনিসটিই ইসলামে প্রত্যাখ্যাত। তা যে কোনো পদ্ধতিতেই
হোক। আল্লাহ তাআ’লা বলেন,
اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن
رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء
তোমরা অনুসরণ
কর, যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য
কোন বন্ধু বা অভিভাবকের অনুসরণ করো না। (সূরা আ’রাফ ৩)
রাসূলুল্লাহ
ﷺ বলেছেন, مَنْ
تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুরূপ অবলম্বন করে,
সে তাঁদেরই দলভুক্ত। (আবূ দাঊদ ৪০৩১)
★অন্যান্য উলামায়ে কেরামগন বলেছেন যে শরীয়ত সম্মত
পন্থায় স্বাধীনতা দিবস,বিজয় দিবস ইত্যাদি পালন জায়েজ।
তবে যেই দিবস
সরাসরি ইহুদি খ্রিস্টানদের থেকেই এসেছে,যেমন ভ্যালেন্টাইন্স ডে,থার্টি ফার্স্ট নাইট,পহেলা বৈশাখ,ইত্যাদি সেগুলো কোনো ভাবেই পালন করা জায়েজ নেই।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রশ্নের
বিবরণ থেকে প্রবল আশংকা রয়েছে যে, উক্ত খানা নববর্ষ উপলক্ষে রান্না করা হয়েছে।
বিধায়, আপনার জন্য উচিত ছিল সতর্কাতা মূলক উক্ত খানা গ্রহণ না করা। জেনে রাখা উচিত
যে, নতুন বছর পালনকে উদ্দেশ্য করে যে খানা পাকানো হবে,
সেই খানা খাওয়া জায়েজ হবেনা। যদি কেউ জেনে শুনে এমন
খানা খায় তাহলে গুনাহ হবে, যা থেকে তাওবা করা আবশ্যক।
তবে সাধারণত নিয়ম হলো যে, যদি কেউ খাবার দিয়ে
যায় তাহলে নিজে না খেয়ে কোন গরিব
মানুষকে দিয়ে দিবে, যেন আল্লাহর এই রিজিকটা নষ্ট না হয়। সেই সাথে সময় ও সুযোগ অনুযায়ী বুঝাতে হবে যে,
তাদের এ ধরণের কার্যক্রম নাজায়েয।
পরবর্তীতে বিভিন্ন অজুহাতে আপনি তা গ্রহণ করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
তাদেরকে জানানো জরুরী নয় যে, আপনি তা ভক্ষণ করেননি।