ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হাসান ইবনে আলী রাযি থেকে বর্ণিত রয়েছে।
ﻭﻋﻦ ﺍﻟﺤَﺴَﻦِ ﺑﻦ ﻋَﻠﻲٍّ ﺭﺿﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋﻨﻬﻤﺎ ﻗَﺎﻝَ : ﺣَﻔِﻈْﺖُ ﻣِﻦْ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠَّﻪِ ﷺ : « ﺩَﻉْ ﻣَﺎ ﻳَﺮِﻳﺒُﻚَ ﺇِﻟﻰ ﻣَﺎ ﻻ ﻳﺮِﻳﺒُﻚ » ﺭﻭﺍﻩُ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ : ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ ﺻﺤﻴﺢٌ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি।তিনি বলেন,সন্দেহ যুক্ত জিনিষকে পরিহার করে সন্দেহমুক্ত জিনিষকে গ্রহণ করো।(সুনানু তিরমিযি-২৪৪২)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/669
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দুই ভাইয়ের কোনো একজন যেহেতু পাত্রীর মায়ের দুধ করেছে। কিন্তু এখন নিশ্চিত ভাবে জানা যাচ্ছে না যে, কোন ভাই দুধ পান করেছে, তাই এই পাত্রের সাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না।
(২) বর্তমান পরিস্থিতিতে ভা(র)তের মুসলিমরা তাদের স্থানীয় আলেম উলামাদের পরামর্শের ভিত্তিতে চলবেন। বিশেষ করে দারুল উলূম দেওবন্দের দিকনির্দেশনা মুতাবেক নিজেদের জীবন পরিচালনা করবেন। শিক্ষা, অর্থনীতি, এবং বিজ্ঞানে উন্নতির কোনো বিকল্প নাই।
(৩)
শুক্রুবার রাত বা দিন যেকোনো সময় সূরা কাহাফ তিলাওয়াত করা যাবে।
সূরা, কাহাফ তিলাওয়াতের ফযিলত সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/4558