রাগের মাথায় আমি আমার হাসবেন্ডকে ডিভোর্স পেপার পাঠিয়েছিলাম, সে পরিস্থিতির চাপে সই করেছিল, আমাদের একটি বাচ্চা আছে, আমরা ৪ বছর হয়েছে কেউ ২য় বার বিবাহ করিনি, আমরা দুজনই পুনরায় সংসার করতে চাই, আমাদের মৌখিক কোন তালাক হয়নি এবং পেপারে সই করার সময় আমাদের কোন দেখা হয় নি, দয়া করে আমদের পরামর্শ দিয়ে সাহায্য করুন, আমরা হালাল সম্পর্কে ফিরে যেতে চাই দুজনেই।