হুজুর কাপড় বা জামা মানে underwear বা পেন্ট এ যদি লজ্জাস্থান থেকে কিছু পানির মত বা আঠালো বা উত্তেজনাই কিছু বের হয় আর তা যদি পেন্ট বা কাপড় এ আর শরীরের লাগে তাহলে ওইটা সাথে সাথে যদি ক্লিয়ার না করি পরে যখন ক্লিয়ার করবো তখন হয়ত তা শুকিয়া বা যেই জায়গায় লজ্জাস্থান থেকে বের হওয়া ওই আঠালো বা পানির মত যেইটা বের হবে তা আর আর বুজা না যাই এমতাবস্থায় কিভাবে আমি আমার পেন্ট বা কাপড় টা ধৌত করবো বিসমিল্লাহ বলে কি আমি আমার কাপড় এ আর শরীরের কিছু অংশে ধৌত করে দিবো যেই যেই জায়গায় আমার সন্দেহ মনে হবে আর যদি ওই পানির মত বা আঠালো জিনিস টা কিছুটা বুজা যায় এমতাবস্থায় তো আমি বুজবো যে কয় আমার পানি দিয়ে ধৌত করলেই হবে তাইনা আর বীয তো হুজুর গাড় হয় কিন্ত উত্তেজনায় বা পানির মত আঠালো কিছু বের হলে তার জন্য তো শুধু পান দিয়ে ধৌত করলেও হবে এখন এইটা কি বিসমিল্লাহ বলে ধৌত করবো নাকি এমনেও করলে হবে এইযে আমি রাতে ঘুমানোর আগে musterbate করেছি সকালে গোসল করার পরে ও দেখি অল্প অল্প করে পানির মত কিছু বের হচ্চে তো আমি তা কিছুটা বা যতটুকু পারলাম ক্লিয়ার করে আমি আমার লিংগে টিস্যু দিয়ে মোড়াইয়া বা পেছিয়ে মি যেন কিছু আর বের হলে ও পেন্ট বা কাপড় এ না লাগে তো টিস্যু পেছানোর আগে আমার underwear এ দেখি অল্প লাগসে ক্ষুদ্র অনেক তাই আমি ওই জায়গায় আর আশে পাশের কিছুটা পানি দিয়ে বিসমিল্লাহ বলে ধুয়ে নি তো আমাকে এখন সমাধান দেন আমি কিভাবে এই সমস্যা টা সমাধান করবো। আর আমি হুজুর বিসমিল্লাহ ৩ বয়ার বলে নি ধৌত করার সময় এইটা কি ঠিক মানে এইভাবে ধৌত করলে কি হবে?