আসসালামু আলাইকুম।
প্রশ্নটা আরেকজন বোনের,
আমি স্বপ্ন দেখেছি আমি বড় একটা মাছ কাটছি,এমনিতে আমি মাছ কাটতে পারিনা কিন্তু স্বপ্নের মধ্যে কাটতে পারছি,যদিও একটু শেইপ ঠিক নাই কিন্তু ভালোভাবেই সহজেই কেটে ফেলছি।মাছের আঁইশ পরিস্কার ও করেছি,মাছের পেট থেকে যা যা আছে সব বের করে আমার বোনকে দেখাচ্ছি যে সবকিছু আমি ঠিকভাবে করতে পারছি।মাছটা শুরুতে আমার বোন একটু কাটলেও,আমিই কেটেছি বেশী। আমার স্বপ্নটা এমন ছিল যে সত্যিই মনে হচ্ছিল আমি মাছ কাটছি।
এ স্বপ্নের ব্যাখা কি?