আসসালামু আলাইকুম,
১)আমি জাপান থাকি।এইখানে ওরা সব জায়গায়,সব কাগজপত্রে শেষের নাম আগে রাখে আর আগের নাম পিছে রাখে।এখন,আমার শেষ নাম আমার বাবার মাঝে বিনতে তারপর আমার নাম।সব জায়গায় আমাকে আমার বাবার নাম এ ডাকে।এমতাবস্থায়, আমার কি গোনাহ হবে?কারন নাম এর অর্থ তো পরিবর্তন হয়ে গেল।আমার বাবা হয়ে গেল আমার মেয়ে।এমন হয়ে যায় মানেটা।
২)কেউ যদি,তাদের ছেলের নাম
আবু বকর বিন (পিতার নাম) এমন রাখা কি জায়েজ???
৩)বা সাহাবি খালিদ বিন ওয়ালিদ এর নাম রাখতে চাই,তবে কি এটা ভূল হবে??
কারণ,ওয়ালিদ এর ছেলে খালিদ। কিন্তু যার নাম তা রাখা হবে,তার বাবার নাম তো তা না।
যদি এগুলি একটু বুঝিয়ে বলতেন,খুব উপকার হত।