বিসমিল্লাহির রাহমানির রাহিম
জবাব:-
হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত,
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ : الْجَبْهَةِ ، وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ ، وَالْيَدَيْنِ ، وَالرِّجْلَيْنِ ، وَأَطْرَافِ الْقَدَمَيْنِ ، وَلَا نَكْفِتَ الثِّيَابَ وَلَا الشَّعْرَ
রাসূলুল্লাহ সাঃ বলেন,আমাকে সাতটি হাড্ডি দ্বারা সিজদা করতে আদেশ প্রদান করা হয়েছে।কপাল,নাক,দুনু হাত,দুনু পা,এবং দুনু পায়ের আশপাশ দ্বারা।এবং এগুলোকে কাপড় বা চুল দ্বারা না মুড়ানোর নির্দেশ প্রদান করা হয়েছে।(সহীহ বোখারী-৮১২,সহীহ মুসলিম-৪৯০)
কম্বল, তোশক, গদি বা এ জাতীয় নরম বিছানায় নামাজ পড়া নিষেধ নয়, তবে সেজদা করার সময় কপাল ও নাক ভালোভাবে লাগাতে হবে, যাতে শক্ত অনুভব হয়। আর যদি সেজদার স্থানটা এতটা তুলতুলে নরম হয় যে, সেজদার সময় চাপ পড়লে মোটেও শক্ত অনুভব হয় না এবং কপালকে চাপ দিয়ে স্থিরভাবে লাগানো যায় না তাহলে তাতে সেজদা করা বৈধ হবে না। সে ক্ষেত্রে এমন স্থানে সেজদা করতে হবে যেন, নাক ও কপালকে ভালোভাবে স্থির রেখে সেজদা করা যায় বা সেজদার স্থানে শক্ত কিছু দিয়ে তার উপর সেজদা করতে হবে। কেননা রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
وَإِذَا سَجَدْتَ فَأَمْكِنْ جَبْهَتَكَ مِنَ الأَرْضِ، حَتَّى تَجِدَ حَجْمَ الأَرْضِ
যখন তুমি সেজদা করবে তখন কপাল ভালোভাবে জমিনের সঙ্গে লাগাবে, যাতে করে জমিনের কাঠিন্য অনুভব হয়। (মুসনাদে আহমাদ ২৬০৪)
ولو سجد على الحشيش أو التين أو على القطن أو الطنفسة أو الثلج إن إن استقرت جبهته وأنفه ويجد حجمه يجوز، وإن لم تستقر لا
‘কোনো ব্যক্তি যদি ঘাস ভুষি তুলা ফোম বা বরফের উপর সেজদা করে এবং তার কপাল নাক তাতে ঠেকে যায় সাথে সাথে শক্ত অনুভব করে তাহলে তার সেজদা হবে। আর শক্ত অনুভব না করলে সেজদা হবে না।’ (ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৭৭)
(রদ্দুল মুহতার : ১/৪৫৪, মাজমাউল আনহুর : ১/১৪৮, আহসানুল ফাতাওয়া : ৩/৪৩২, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/৩৫৩)
প্রশ্নকারী সম্মানিত দ্বীনি ভাই /বোন!
প্রশ্নেল্লিখিত ছুরতে খাটের উপর নামাজ পড়া জায়েজ আছে। কারণ, আপনি সরাসরি পবিত্র কাঠের উপর সাজদাহ করছেন। সুতরাং আপনার নামাজ সহিহ হবে ইনশাআল্লাহ। তবে হাদীসে বসে নামাজ আদায়ের সময় মাথা না ঝুকিয়ে কাঠ বা বালিশ মাথার সাথে স্পর্শ করতে হাদীসে নিষেধ করা হয়েছে। সুতরাং আপনার নামাজের সাথে উপরোক্ত হাদীসের সংশ্লিষ্টতা নেই।