আসসালামু আলাইকুম
আমার মাথায় সবসময় এটা কাজ করে - আমি কুরআন পড়লে - ও বলবে আমি কতো আমল করি, নামায পড়লে বলবে-ও কতো নামাযী, রোযা রাখলে বলবে - ও কতো আমলদার। অথচ, রোযা হলো কাফফারা যা শাস্তি - নামায হলো ৫ ওয়াক্তের আর কুরআন নতুন শিখছি, যেখানে তাজবিদই ভুল আমার। আমি একা নামায পড়লে জলদি পড়ি / দেরিতে পড়ি, কিন্তু যেই অন্য কেউ থাকে পাশে, এতো দীর্ঘ রুকু / সিজদা হয় যেনো নামাযই শেষ হতে চায় না - এমনি কুরআন পড়ি না, অন্য কেউ সামনে থাকলে হয় জিকির নাইলে কুরআন পড়ি
আমি কেনো এরকম? আমার আমল তো আল্লাহর জন্য হওয়া উচিত, আমি শিরকে জড়াতে চাই না, আপনি আমাকে বলুন আমি কবুল যোগ্য আমল কিভাবে করি , আমি কেনো এতো শয়তানের ধোকায় পড়ি সারাক্ষণ, অথচ আমি জানি আমার কবিরাগুনাহ গুলো কতো বেশি।
আমাকে উপায় বলুন!! আমি সবসময়ই মানুষ দিয়ে ঘিরে থাকি। আমি কিভাবে রিয়া থেকে নিজেকে বাচাই?