ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিয়ের জন্য অভিভাবকের অনুমতি কোন পর্যায়ের?প্রথমে আমাদেরকে সেটাই জানতে হবে।
ছেলে যদি সে তার অভিভাবকের অনুমতি ব্যতীত কোথাও বিয়ে করে নেয়,তাহলে তার সে বিবাহ শুদ্ধ হবে,চায় সে কু'ফুতে বিয়ে করুক বা না করুক।তবে মেয়ে সে তার অভিভাবকের অনুমতি ব্যতীত শুধুমাত্র কু'ফুতে বিয়ে করলেই বিয়ে শুদ্ধ হবে।গায়রে কু'ফুতে বিয়ে করলে, অভিভাবকের অনুমতির উপর মওক্বুফ থাকবে।বিস্তারিত জানতে পারবেন-
https://www.ifatwa.info/2730
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বাবা জীবিত থাকাবস্থায় বাবাই তার মেয়ের বিয়ের অভিভাবক হবেন। অভিভাবকের দায়িত্ব হল, সম্মতি জ্ঞাপন করা। হ্যা, সমস্ত কার্যক্রম অন্য যে কেউ আঞ্জাম দিতে পারবে। বাবা দূর থেকে সম্মতি দিয়ে দিলেই হবে। অনুষ্টানে আসতে হবে না। যদি বাবা সম্মতি দিতে গিয়ে কোনোরূপ শর্তাদি উত্তাপিত করেন, তাহলে তখন মেয়ের কু'ফুতে বিয়ে হলে, বাবার অনুমতিরও প্রয়োজন পড়বে না। আর ঘটনাক্রমে গায়রে কুফুতে বিয়ে হলে, তখন লোকজনকে সাথে নিয়ে বাবার কাছ থেকে কৌশলে অনুমতি নিয়ে নিতে হবে।