আসসালামু আলাইকুম।
বিগত প্রায় মাস দেড়ক ধরে স্ত্রী বাপের বাড়ী গেছে। ১৫ দিন বেড়ানোর পর চলে আসার কথা কিন্তু আসেনি। ইতোমধ্যে আমার মানসিক সমস্যা অনেক বৃদ্ধি পেয়েছে। স্ত্রী কাছে থাকলে মন ভালো থাকে এবং মানসিক সমস্যা কম থাকে। যার কারণে গত মাসখানেক ধরে ফোনে, মেসেজে অনেক অনুরোধ করছি স্ত্রীকে এবং তার বাপ মাকে যেন তাকে পাঠিয়ে দেয়। স্ত্রী তার পরিবারের কথা শুনে অযথাই আমার থেকে দূরে থেকে আমাকে কষ্ট দিচ্ছে।
মানসিক সমস্যা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমি মুখ খুলতেই ভয় পাই, নামাজ পড়তে, খেতে, সাধারণ কথা বলতেই ভয় পাই যদি তালাক কথাটি মুখে উচ্চারিত হয়ে যায়। সারাদিন মনে শুধু তালাকের কথা আসতে থাকে যেন এই শব্দটা জোর করে আমার মুখ দিয়ে বের হয়ে যেতে চায়। এই শব্দটা যেন সুযোগ খুঁজছে যে মুখ খোলা পেলেই বের হয়ে পড়তে চায়। অথচ, তালাক দেওয়ার কোন ইচ্ছাই আমার নেই।
১/ আমার অনুমতি ছাড়া, আমার অবাধ্য হয়ে, আমাকে কষ্ট দিয়ে স্ত্রী যে বাপের বাড়ী অবস্থান করছে বা তার বাপ মা তাকে আটকে রাখছে, এতে তাদের কোন পর্যায়ের গুনাহ এবং শাস্তি হবে?
২/ আমার উপর শরীয়তের হুকুম কী? আমি কীভাবে তালাক থেকে বাঁচতে পারি? মূল ভয় হল মনে আসতে আসতে তালাক শব্দটা যদি মুখে উচ্চারিত হয়ে যায়! এক্ষেত্রে কী করা যায়?
আপনাদের সুপরামর্শ আশা করি যাতে সমস্যার ডালপালা নয়, মূল উপড়ে ফেলা যায়। ওসওয়াসা কোর্সে ইনরোল করতে পারি নাই অনেক চেষ্টা করেও। দয়া করে এখানেই একটু উত্তর দিন।