আসসালামু আলাইকুম।
শিরোনাম:হুরমতে মুসাহারা হবার পর কি মা- বাবা আলাদা রুমে একই বাসায় থাকা জায়েজ হবে?
ঘটনার বিস্তারিতঃ
আমরা ২ বোন।আমার বড় বোনের ভাষ্যমতে,আমার বাবা ছোটবেলা (৫-১৬)থেকে তাকে শারীরিকভাবে নির্যাতন করে।স্বামী -স্ত্রী এর যেমন হয় তার সাথে নাকি তাই করেছে।বাবা যেহেতু বাহিরে থাকে বছরে ১-২ মাস আমাদের সাথে থাকে।আমার বোন বলছে যখন বাসায় কেউ না থাকত বা সুযোগ পেত এমন করত।আর ওকে ভয় দেখাত যাতে কিছু কাউকে না বলে।বাবাকে জিজ্ঞাসা করলে সে কুরআন নিয়ে বলে সে নিজের মেয়ের সাথে এমন করেনি।আর একটা মেয়ে তো তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলবে না।তবে আমি একদিন দেখিছি আমারা শুয়ে ছিলাম তবে আমি ঘুমাই নি, চোখ বন্ধ ছিল তখন আমার আপু যে পাশে যেখানে আব্বু মশারী উঠাছে তারপর আমি লাইট জ্বালাই আর সে সাথে সাথে চলে যায়।
এখন আমি কি করবো, আমার বাবা কখন আমার দিকে কোন কুদৃষ্টি দেয় নি এমনকি সব দায়িত্ব ভালো ভাবে পালন করে।আমার সাথে সেকোন অন্যায় করেনি।যেহেতু যে পিতার কর্ত্বব্য আমার ক্ষেএে যর্থাথ করেছে, তাহলে আমি সন্তান হিসাবে আমার হোক আছে, যেমন আম্মু আলাদা হয়ে গেলে মেয়ে হিসাবে তাকে রান্না -বান্না বা সেবা যত্ন করা কি উচিত হবে?
আপু বিয়ে হয়ে গেছে।সে এখন আমাদের ফ্যামেলিতে থাকে না,তবে মাঝে মাঝে আসে।তবে আব্বুর সাথে কোন কথা বলে না
এখন ছোট মেয়ে(আমি) বিষয়টি জানার পর বলেছি, মা-বাবা এক বাসায় থাকলে আমি তাদের সাথে থাকবে না। কারন হুরমতে মুসাহারা হলে সম্পর্ক হারাম হয়ে গেছে।
তার মা-বাবা বলছে মেয়েকে তাদের সাথে থাকতে তারা এক বাসায় আলাদা রুমে থাকবে।মা-মেয়ে এক সাথে, বাবা আলাদা রুমে।
বাবাকে দেখার মত কেউ নেই,আর সে কাজে বাহিরে থাকে বেশি দিন,বছরে ১-২ মাস আমাদের সাথে থাকে,সেহেতু আমি প্রাপ্ত বয়সী মেয়ে তাই বাবা আমার সাথে থাকতে চাচ্ছে না আর আমারও সাহস হচ্ছে না।
বাবা-মা বলছে ছোট মেয়ের বিয়ে হয়ে গেলে তারা আলাদা হয়ে যাবে।
এখন আমি কি করব?
আম্মুকে নিয়ে একা থাকলে আব্বুকে কে দেখবে?
সে যা করছে তা চরম পাপ,তবে মেয়ে হিসাবে সে যেহেতু আমার হক সম্পূর্ন পালন করছে আমি তাকে একা রাখি কি করে?এবং আব্বু কেঁদে কেঁদে বলতেছে এতকষ্ট করে মেয়ে মানুষ করছি এখন মেয়ে বাবাকে দেখতে পারে না,আমার সাথে থাকতে চায় না।আমি কোন সিন্ধান্ত বা উপায় পাচ্ছি না।আমাকে উপযুক্ত পরামর্শ দিয়ে সাহায্য করুন।
আমার কোন ভাই নেই,চাচা,দাদা নেই।আমি বাসা থেকে দূরে কোথাও যেতে পারছি না,লেখাপড়া জন্য।
কি সিদ্ধান্ত নেওয়া উচিত ?
মা-বাবার জন্য বা কি মাসায়েলা?হয়তো বা আমি বিষয় টি ক্লিয়ার বলতে পারিনি।যারা এডমিন মুফতি আছে দয়া করে বিষয়টি সম্পর্কে বলবেন, খুবই মানসিক প্রেশারে আছি।