আসসালামু আলাইকুম।
আমাদের দৈনন্দিন চলা ফেরা, কথা বার্তায় অনেক সময় অনেক অনর্থক শব্দ বলে থাকি। আবার এক শব্দ দিয়ে অনেক কিছু বুঝিয়ে থাকি মানে শব্দ এক কিন্তু নিয়ত ভিন্ন।
১.সেরকম অনেক সময় দুঃচিন্তা হলে কথার খাতিরে বলে থাকি 'ঘুম হারাম হয়ে গেছে '। এখানে ঘুমাতে না পারাকে বুঝানোর উদ্দেশ্য থাকে।
২.আবার কেউ কোনো উপকার করলে বলে ওরে প্রতিদান দেওয়া ফরজ হয়ে গেছে।কারও সাথে গ্যানজাম হলে বা বেয়াদবি করলে অনেক সময় বলা হয় ওরে মাইর দেওয়া ফরজ। এখানে ফরজ বলতে জিনিসটা করা উচিত,করতে হবে এই টাইপ বুঝায় আরকি।
৩. কাযা ঘুম ঘুমাচ্ছি এরকম বলা হয়। এখানে কয়েকদিন ভালোভাবে না ঘুমাতে পারার পর বেশি ঘুম ঘুমিয়ে ঘুম পুষায়ে নিচ্ছে এমন বুঝায়।
*** এই ধরনের কথা বার্তায় যেহেতু সাধারণ ভাবে বলা হয় অতটা গভীর চিন্তা ভাবনা না করে। এগুলো কি সাধারণ কথা বার্তায় ব্যবহার করা যাবে? নাকি গুনাহ হয়?