আসসালামু আলাইকুম
আমার বোন অনেক বেশি পা ব্যথায় ভুগছেন। এমনকি রুকু সিজদা করতেও অনেক কষ্ট হচ্ছে ।এমতাবস্থায় শুধু ফরজ সালাত আদায় করলে হবে?
সুন্নাতে মুয়াক্কাদাহ না পড়লে কি গুনাহ হবে?
দ্বিতীয় প্রশ্ন
ইংলিশ কমোডে অনেকে বলে ছিটকা আসেই আসে। তাই দেশে থাকতে অলওয়েজ কোমর পর্যন্ত ধুয়ে ফেলতাম কিন্তু এখন লন্ডনে থাকি।অনেক ঠাণ্ডা ।একদম সিউর হলে তখন ধুয়ে ফেলি। কিন্তু সবসময় তো বুঝিনা ছিটকা আসলো কিনা। অনেক সাবধান থাকি। তাও কি কোমর পর্যন্ত ধুয়ে ফেলতে হবে?
৩য় প্রশ্ন
কিছুদিন আগে হায়েজ হয়েছিল। আমার স্কার্টে ব্লাড লাগে। এই কাপড় ওয়াশিং মেশিনে ধুয়েছি। এরপর এটা দিয়ে সালাতও আদায় করি। কয়েকদিন পর দেখি স্কার্টে ব্লাডের দাগ রয়ে গেছে। যেটা আবার হাতে ঘষে ধুইতে গেলে দেখি যে ক্লিন হয়ে গেছে। এখন আমি স্কার্ট টা পড়ে যে সালাতগুলো পড়ছি এগুলো কি আবার আদায় করতে হবে??
৪র্থ প্রশ্ন
সহবাসের পর কাপড়ে বীর্য লাগলে সে কাপড় কি আলাদাভাবে ধুইতে হবে নাকি অন্যান্য কাপড়ের সাথে একসাথে ওয়াশিং মেশিনে ধুয়া যাবে?