ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي )
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/734
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ঠ/বোন!
স্বপ্নে মৃত ব্যক্তি কর্তৃক স্বপ্নদর্নশকারী কে প্রহার করা বা তাড়িয়ে দেওয়ার অর্থ হল, সম্ভবত স্বপ্ন দর্শনকারী থেকে শরীয়তের উল্টো কোনো কাজ সম্পদন হয়েছে। অথবা ভবিষ্যতে সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত প্রদানই এমন স্বপ্নের উদ্দেশ্য হয়ে থাকে।
আত্মীয় স্বজন ধারাবাহিক অসুস্থতার দিকে ধাবিত হওযার অর্থ হল , নিজ পরিবারে মুশকিল সময় আসতে পারে।( আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমীন)
(২)
এটা মন্দ কিছু না। আপনার উচিত দ্বীন ইসলামের দিকে পরিপূর্ণ রূপে দাখিল হওয়া। এবং সকল প্রকার ফরয সুন্নত ইবাদত অত্যান্ত গুরুত্বর সাথে আদায় করা।
(৩)
আপনার শশুড় যদি সেগুলো ব্যাংকের হাদিয়া থেকে আপনাকে দিয়ে থাকেন, তাহলে সেগুলো আপনার জন্য জায়েয হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1900
(৪)
ওয়াসওয়াসা কি না? সেটাকে সঠিকভাবে নির্ধারণ করতে না পারাই মূলত ওয়াসওয়াসা। এটাই প্রমাণ করে যে , আপনি ওয়াসওয়াসাতে রয়েছেন।
(৫)
কোনো একজন মুফতিকে জিজ্ঞেস করে, উনার অভিমত অনুযায়ী চলতে হবে।