আসসালামু আলাইকুম।
১) টিস্যু বা কাপড় দিয়ে নাপাকি মুছে নেওয়ার পর, হাত বা শরীর শুকনো দেখা গেলো, কিন্তু হাতে তৈলাক্ত ভাব মনে হলো। কিন্তু যদি গন্ধ না থাকেআর যদি গন্ধ থাকে তাহলে কি নাপাক ধরব? আর মুছে নেওয়া হাতে অন্যকিছু যেমন মোবাইল বা কাপড় ধরলে নাপাক হয়ে যাবে?
২) কম্বল,লেপ অনেক সময় স্বচ্ছ বা সাদা নাপাকির উপর পড়ে যায় সাথে সাথে উঠিয়ে নিলেও কি কম্বল বা লেপ নাপাক হয়ে যাবে? যদিও নাপাকির রং বা গন্ধ না থাকে। আমার ধারণা তারাতাড়ি টেনে নেওয়ার ফলে নাপাকি না লাগার সম্ভাবনা বেশি।
৩)একটা কাপড়ে কোথাও পিছলা জাতীয় নাপাকি লেগে শুকিয়ে গেলো কিন্তু জানি না কোথায়,তিনবার ধুয়ে পাক করলাম। কিন্তু শুকা দিতে যাওয়ার পর জায়গা টা পিছলা লাগলো,তাহলে কি ওই পিছলা টুকু দূর করতে হবে? আর দূর করার সময় কি নখ দিয়ে ঘসে উঠালে হবে? নাকি পিছিল পুরোপুরি দূর করতে হবে?
৪)অদৃশ্য নাপাক কাপড় কাচার সময় বালতির গায়ে, দেয়ালে ছিটে গেলো,কিন্তু আমার মনে হয় গোসল শেষে ভালো কাপড়ের ছোয়ায় যদি সেই পানি শুষে নিয়ে পাক কাপড় নাপাক হয়ে যায়। কিন্তু আমি তার আগেই দেয়াল বা বালতির গা পাক করার জন্য পানি ছিটিয়ে দেই,যেহেতু জানি না কোথায় কোথায় ছিটে গেছে,তার জন্য আনতাজে ভালো পানি ছিটিয়ে দিলে হবে নাকি বেশি পানি ঢেলে দেয়াল বা বালতির গায় ধুয়ে নিতে হবে?
৫) নাপাক কাপড় কাচার সময় জমানো বালতিতে পানি ছিটে গেলে তা বালতির পানি নাপাক হয়ে যাব? যদিও অল্প হয়! সব মিলিয়ে ১/২ ফোটা।
শরীরের ক্ষেত্রে সিউর না যে এক দিরহাম ছিটে আসছে কি না, যদি সন্দেহের জেরে ধরে নেই এক দিরহামের কম অথচ বাস্তবে হয়তো মাপলে এক দিরহাম হলে হবে, তাহলে কি এই ভুল ধরে নেওয়ার জন্য আমার পবিত্রতা হবে না?
৬) কাপড় থেকে নাপাকি হাত দিয়ে দূর করার পর,সেই হাত দিয়ে মগের হাতল ধরে জমানো পানি থেকে পানি উঠালে কি হাতের পানির জন্য বালতির পানি নাপাক হয়ে যাবে?যদিও হাত পানিতে চুপবে না!আর চুবলে কি পানি নাপাক হয়ে যাবে?
আমি পানি উঠানের পর অন্য হাতে পানি ঢেলে ধোয়া হাত দিয়ে মগের ভিতর থেকে পানি নিয়ে পরের হাত ধুয়ে মগের যেটুকু ধরে উঠিয়েছি সে জায়গা টুকু ধুয়ে নেই, এভাবে ঠিক আছে?