আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
উস্তাদ,, আমার বাবা বেদ্বীন ছেলের সাথে বিয়ে দেয়ার জন্য জোড়াজুড়ি করছে। তারপর আমি আমার আম্মুর অনুমতি নিয়ে অর্ধেকদ্বীনে বায়োডাটা জমা দেই।
১/ তারপর আমি স্বপ্নে দেখি,,, কেউ একজন আমাকে প্রস্তাব পাঠাই চারবার ইস্তেখারা করছে আমাকে নিয়ে এটা জানায়। তারপর আমি তার খুজে বের হই। ছেলেটা দ্বীনদার কি না জানার জন্য। ত গিয়ে দেখি অনেকগুলো মহিলা বসে আছে ছেলেটা ওইখানে কি কাজ জানি করতেছে। তারপর দেখি ওই ছেলের মুখে দাড়ি নাই। প্রথমে আমার মুখ খুলা ছিল তারপর পুরোপুরি পর্দায় নিজেকে ঢেকে নিই। এই স্বপ্নের ব্যাখ্যা কি??
২/ আজকে স্বপ্নে দেখলাম,,অর্ধেকদ্বীন ওয়েবসাইটের একটা অফিস আছে। ওইটা বন্যায় ডুবে গেছে। বন্যার পানি ঘোলা হালকা কালো ময়লা । ত ওইখানে কিছু হুজুরের গলা অব্দি পানি উঠে গেছে৷ তারপর দেখি কিছু লোক ছোট ছোট মাছ ধরতেছে ময়লা পানি থেকেই। এই স্বপ্নের ব্যাখ্যা..? ?
৩/ আমার কি অর্ধেকদ্বীনে বায়োডাটা দেয়া ঠিক হয়নি..?