ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
ﻗُﻞ ﻟِّﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻳَﻐُﻀُّﻮﺍ ﻣِﻦْ ﺃَﺑْﺼَﺎﺭِﻫِﻢْ ﻭَﻳَﺤْﻔَﻈُﻮﺍ ﻓُﺮُﻭﺟَﻬُﻢْ ﺫَﻟِﻚَ ﺃَﺯْﻛَﻰ ﻟَﻬُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺧَﺒِﻴﺮٌ ﺑِﻤَﺎ ﻳَﺼْﻨَﻌُﻮﻥَ
মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
ﻭَﻗُﻞ ﻟِّﻠْﻤُﺆْﻣِﻨَﺎﺕِ ﻳَﻐْﻀُﻀْﻦَ ﻣِﻦْ ﺃَﺑْﺼَﺎﺭِﻫِﻦَّ ﻭَﻳَﺤْﻔَﻈْﻦَ ﻓُﺮُﻭﺟَﻬُﻦَّ
ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে।(সূরা নূর-৩০-৩১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!শ
যেসব সরকারি কলেজ বা মাদ্রাসা আছে যেখানে ছেলে-মেয়ে উভয়ই শিক্ষা অর্জন করে, সে সকল কলেজ বা মাদ্রাসায় একজন পুরুষের জন্য চাকুরী করা জায়েয হবে। তবে সর্বদা চক্ষুকে নিচু করে রাখতে হবে।বিপরীত লিঙ্গের দিকে কখনো থাকানো যাবে না। সর্বদা অন্তরে ইস্তেগফার রেখে বিপরীত লিঙ্গ থেকে নিরাপদ দূরত্বে বসবাস করতে হবে। নজরের হেফাজত না করলে এজন্য অবশ্যই গোনাহ হবে।
(বিসিএস শিক্ষা ক্যাডার) নাজায়েয হবে। তবে পরবর্তীতে অবশ্যই পরিপূর্ণ দ্বীন ইসলাম মনে চলতে হবে।