১।যদি উবারে গাড়ি চালাই দুই এক ওয়াক্ত জামাত মিছ হতে পারে এহেন পরিস্থিতিতে উবার চালানো জায়েজ হবে কি?
২।বিদেশে যদি যাই দুই এক ওয়াক্ত জামাত মিছ হলে বিদেশে যাওয়া জায়েজ হবে কি?
৩।নফসের তাড়নায় অনেকে গোনাহ করে ফেলে এই আশংকা হয় যে যদি বিদেশে গিয়ে যিনা বা হস্তমৈথুন করে ফেলি। যে কেউ যে কোনো সময় গোনাহ করে ফেলতে পারে দেশে থাকলেও তো একই অবস্থা হতে পারে। তবে আল্লাহ পাক এর ভয় আমার মাঝে আছে করার ইচ্ছা নাই। এহেন পরিস্থিতিতে বিদেশে যাওয়া জায়েজ হবে কি?