আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
48 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
বাবা বছরের পর বছর সুদে ঋণ নেন এবং সেই জের ধরে সংসারে অবিরত ঝগড়া ফ্যাসাদ লেগে থাকে। উনাকে নানাবিধ বোঝানোর ফলেও তিনি যা থেকে বিরত থাকছেন না। তাছাড়া ওই পরিবেশে আমার জন্য শরীয়াসম্মত পর্দা বজায় রাখা কঠিন।অতঃপর বিগত কয়েক মাস আগে থেকে সংসারে ক্রমাগত অশান্তি চরম পর্যায়ে পৌঁছে গেলে তারা আলাদা থাকেন।

আলাদা হওয়ার পর ইতোমধ্যে নানা তর্কাতর্কির মধ্যে আব্বু এক তালাক দিয়ে দিয়েছেন।

আর আমরা সন্তান হিসেবে ওই জায়গায় অর্থাৎ আব্বুর বাসায় বিন্দুমাত্র শান্তি পাচ্ছি না এবং পর্দা রক্ষা করা কঠিন আমার জন্য।

এমতাবস্থায় এক তালাকের পর শরীয়তের বিধান কি? আর যদি এমতাবস্থায় স্ত্রী তালাক নিলে শরীয়াহ কি বলে তখন?

উল্লেখ্য এই সমস্যা সমাধান করার জন্য আব্বুকে বলা হয় যে তিনি ‘সুদে ঋণ নিতে পারবেন না। অবাধে কর্য না করে ছোটখাটো হলেও একটা ব্যবস্থা করবেন যাতে তার স্ত্রী-সন্তান পর্দা রক্ষা করে চলতে পারে।’

কিন্তু তিনি বারবার বলছেন উনি কিভাবে সংসার চালাবেন এটা স্ত্রী সন্তানের বিষয় না এবং সুদে ঋণ নেয়া নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই।

1 Answer

0 votes
by (606,210 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রথম ও দ্বিতীয় তালাকের পর রাজআত করা যায়।তথা ইদ্দতের ভিতর স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসবে।এরজন্য কোনো আনুষ্টানিকতার প্রয়োজন নেই।
রাজআতের পদ্ধতি সম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়ায় উল্লেখ করা হয়,এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2579

বাবার ইনকাম হারাম হলেও বাবার উপর শরীয়ত কর্তৃক মেয়েকে লালন পালন করা ওয়াজিব।হারাম খাওয়ানোর দরুণ বাবাকে জবাবদিহি করতে হবে।তবে মেয়ে নিরাপরাধ হিসেবেই থাকবে। নাবালক ছেলে সন্তান এবং সকল বয়সের মেয়ে সন্তানের লালনপালনের দায়িত্ব নিকটাত্মীয় মাহরাম পুরুষের উপর।পিতা,ভাই,চাচা ইত্যাদি মাহরাম পুরুষরা ধারাবাহিক মেয়ে সন্তানদের লালন-পালনের দায়িত্ব গ্রহণ করবে। এটা তাদের উপর ওয়াজিব।তারা এ দায়িত্ব পালন না করলে গোনাহগার হবে।
ونفقة البنت بالغة والابن بالغا زمنا أو أعمى على الأب خاصة به يفتى 
বালেগ মেয়ে এবং বালেগ পঙ্গু বা অন্ধ ছেলের ভরণপোষণের দায়িত্ব পিতার উপর।এটার উপরই ফাতাওয়া।(আল-উকুদুদ-দুররিয়া-১/৮২) বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/2362


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বাবা আপনার মাকে আবার ফিরিয়ে নিয়ে সংসার করতে পারবেন। সুদ গ্রহণ না করার জন্য বাবাকে হেকমতের সাথে বুঝাবেন। বাবার হেদায়তের জন্য আল্লাহর কাছে দু'আ করবেন। আল্লাহ আপনার বাবাকে হেদায়ত দান করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...