ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনার মামার নিকট যেই টাকা ব্যবসার জন্য দেয়া হয়েছে, তাতে যদি নির্দিষ্ট কোনো লাভের শর্ত না থাকে, বরং মুদারাবার শর্তে টাকা দেয়া হয়ে থাকে, তথা যা লাভ হবে, সেই লাভকে আপনার মামা এবং মা পার্সেন্টিজ আকারে বন্টন করে নিবেন বলে যদি চুক্তি হয়, তাহলে এমন চুক্তি জায়েয। নতুবা জায়েয হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/12438
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কত সময়ের জন্য রাখবো এটা ফিক্সড করতে হবে না। বরং লভ্যাংশ সুনির্দিষ্ট রাখাই মুদারাবা ব্যবসার জন্য শর্ত।
(২) লভ্যাংশ ১ মাস পর পরও নিতে পারবেন আবার কয়েক মাস পরও নিতে পারবেন।
(৩) কোন মাসে কত টাকা লাভ হয়, সেটা যদি মামার হিসাব না রাখেন। তাহলে তো মুদারাবা হবে না। মামাকে সংশোধন করতে হবে নতুবা উনার সাথে ব্যবসা করা যাবে না।
(৪)প্রথমে ২ লাখ রাখার পর পরবর্তীতে আরো টাকা রাখেন না কেন ? পার্সেন্টিজ ঠিকই থাকবে। হ্যা, শুধুমাত্র পরবর্তীতে প্রদত্ব টাকাতে নতুন চুক্তি করা যাবে।
(৫)
যদি মামা গাফিলতি করে হিসাবে কম বেশি করে লভ্যাংশ দেয়, তবে এজন্য আপনার গোনাহ হবে না।