আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
32 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (23 points)

আসসালামু আলাইকুম। আমার  মামার বীজ সারের দোকান আছে।মামার কাছে আমরা হালালভাবে ব্যবসা ক্ষেত্রে টাকা রেখে লভ্যাংশ নিতে চাচ্ছি। এটাকে নাকি মুদারাবা বলে। মুদারাবা সিস্টেমটা আমি ভালোভাবে বুঝি না। আমার বাবা প্রবাসী। প্রথমে ২ লাখ রাখবো।এরপর যে মাসে যত টাকা পাঠাবে ৫০ হাজার হোক ১ লাখ হোক বা এর উর্ধ্বে হলে তা রাখবো।
মামার দোকানে কোন মাসে কত টাকা আসে এইটা  মামা হিসাব রাখে না। সীজনের সময় যখন লাভ হয় তখন হয়তো সেইটা হিসাবে রাখে যে কত লাভ হলো।

প্রশ্ন হলো
১.কত সময়ের জন্য রাখবো এটা কি ফিক্সড করতে হবে?
২.লভ্যাংশ ১ মাস পর পর নিবো নাকি কত সময় পর? সীজনের সময় মামার লাভ হয় নাকি এই সময়ে নিবো?
৩. মামার কোন মাসে কত টাকা আসে এইটা  মামার হিসাব রাখে না। মুদারাবা সিস্টেমে যেহেতু  পার্সেন্ট হিসাব করে লভ্যাংশ দিতে হয়। তাহলে এইটা মামা কিভাবে হিসাব করে দিবে?

৪. প্রথমে ২ লাখ রাখার পর পরবর্তীতে আরো টাকা রাখবো অথবা কোনো বিপদ আপদে কিছু টাকা নেওয়ার প্রয়োজন হলে প্রথমে টাকা দেওয়ার সময় যেই পার্সেন্ট চুক্তি করেছিলাম সেইটা চেঞ্জ করতে হবে?

৫.মামা দুনিয়ারদার মানুষ। আমি জানি মামা বিশুদ্ধভাবে হিসাব করে লভ্যাংশ দিতে পারবে না।
অন্য কোথাও টাকা রেখে বৃদ্ধি করারও কোনো উপায় আমাদের নেই।
যদি মামা গাফিলতি করে হিসাবে কম বেশি করে লভ্যাংশ দেয় তবেই সেই টাকা আমাদের জন্য সুদ নেওয়া হিসাবে গণ্য হবে?
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_241218_084628_066.sdocx-->

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনার মামার নিকট যেই টাকা ব্যবসার জন্য দেয়া হয়েছে, তাতে যদি নির্দিষ্ট কোনো লাভের শর্ত না থাকে, বরং মুদারাবার শর্তে টাকা দেয়া হয়ে থাকে, তথা যা লাভ হবে, সেই লাভকে আপনার মামা এবং মা পার্সেন্টিজ আকারে বন্টন করে নিবেন বলে যদি চুক্তি হয়, তাহলে এমন চুক্তি জায়েয। নতুবা জায়েয হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/12438

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কত সময়ের জন্য রাখবো এটা ফিক্সড করতে হবে না। বরং লভ্যাংশ সুনির্দিষ্ট রাখাই মুদারাবা ব্যবসার জন্য শর্ত।
(২) লভ্যাংশ ১ মাস পর পরও নিতে পারবেন আবার কয়েক মাস পরও নিতে পারবেন। 

(৩) কোন মাসে কত টাকা লাভ হয়, সেটা যদি মামার হিসাব না রাখেন। তাহলে তো মুদারাবা হবে না। মামাকে সংশোধন করতে হবে নতুবা উনার সাথে ব্যবসা করা যাবে না।

(৪)প্রথমে ২ লাখ রাখার পর পরবর্তীতে আরো টাকা রাখেন না কেন ?  পার্সেন্টিজ ঠিকই থাকবে। হ্যা, শুধুমাত্র পরবর্তীতে প্রদত্ব টাকাতে নতুন চুক্তি করা যাবে।

(৫)
যদি মামা গাফিলতি করে হিসাবে কম বেশি করে লভ্যাংশ দেয়, তবে এজন্য আপনার গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...