আসসালামু আলাইকুম,
প্রশ্ন ১)হিফজের স্টুডেন্ট রা তাদের পড়া রিভিশন শোনানোর জন্য অনেক স্পিডে পড়ে থাকে তখন ওয়াকফের জায়গায় ওয়াকফের রুলস এপ্লাই করে ঠিকই কিন্তু থামে না এক নিশ্বাসে এভাবেই পরের আয়াত পড়ে ফেলে।
যেমন সুরা নাযিয়াতে এক দমে পড়ে এভাবে, ওয়ান নাযিয়াতি গরক্ব, ওয়ান নাশিত্বতি নাশত্ব,ওয়াছ ছাবিহাতি ছাবহা,ফাছ ছাবিক্বতি ছাবিক্ব,ফাল মুদাব্বিরতি আমর।( আয়াতের শেষে ১আলিফ মাদ্দ করছে কিন্তু থামছেনা)
কিন্তু যেহেতু মিলিয়ে পড়ছে পড়ার কথা ছিল তো এভাবে,
ওয়ান নাযিয়াতি গরকও(ইদগম গুন্নাহ) ওয়ান নাশিত্বতি নাশত্বও (ইদগম গুন্নাহ) ওয়াছ ছাবি হাতি ছাবহাং(ইখফা গুন্নাহ) ফাছ ছাবি ক্বতি ছাবক্বং (ইখফা গুন্নাহ) ফালমুদাব্বিরতি আমরন, ইয়াওমা,,,,,,,
প্রতি আয়াতে ওয়াকফের রুলস এপ্লাই হচ্ছে কিন্তু এক নিশ্বাসে পড়ে ফেলছে মিলিয়ে পড়ার রুলস এপ্লাই হচ্ছেনা।৷
এক্ষেত্রে হিফজের স্টুডেন্ট দের কি গোনাহ হবে? নাকি এভাবে পড়তে পারবে এক দমে যতটুকু পড়া যায়?
খুবই জরুরী দয়া করে দ্রুত উত্তর দিবেন
প্রশ্ন ২)যদি ২ রুম থাকে এবং সন্ধ্যা বেলায় ২ রুমেই লাইট জালানো থাকে। মানুষ যদি ১ রুমে থাকে সবাই বাকি ১ রুমে যে লাইট জ্বালানো থাকে তাতে কি অপচয় হয়?
এক্ষেত্রে কী এমন করতে হবে যে? মানুষ যেই রুমে থাকবে সে রুম ছাড়া সব রুমের লাইট অফ করে দিতে হবে এবং যখন অন্য রুমের প্রয়োজন পড়বে অল্পক্ষণের জন্য জ্বালাবে?,
প্রশ্ন ৩)৩/৪ রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পরে যদি ভুলে দুরুদ এর আংশিক/অর্ধেক/পুরো পড়ে ফেলা হয় সেক্ষেত্রে কি সেজদায়ে সাহু ওয়াজিব হবে?