আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
54 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম,

প্রশ্ন ১)হিফজের স্টুডেন্ট রা তাদের পড়া রিভিশন শোনানোর জন্য অনেক স্পিডে পড়ে থাকে তখন ওয়াকফের জায়গায় ওয়াকফের রুলস এপ্লাই করে ঠিকই কিন্তু থামে না এক নিশ্বাসে এভাবেই পরের আয়াত পড়ে ফেলে।

যেমন সুরা নাযিয়াতে এক দমে পড়ে এভাবে, ওয়ান নাযিয়াতি গরক্ব, ওয়ান নাশিত্বতি নাশত্ব,ওয়াছ ছাবিহাতি ছাবহা,ফাছ ছাবিক্বতি ছাবিক্ব,ফাল মুদাব্বিরতি আমর।( আয়াতের শেষে ১আলিফ মাদ্দ করছে কিন্তু থামছেনা)

কিন্তু যেহেতু মিলিয়ে পড়ছে পড়ার কথা ছিল তো এভাবে,
ওয়ান নাযিয়াতি গরকও(ইদগম গুন্নাহ) ওয়ান নাশিত্বতি নাশত্বও (ইদগম গুন্নাহ) ওয়াছ ছাবি হাতি ছাবহাং(ইখফা গুন্নাহ) ফাছ ছাবি ক্বতি ছাবক্বং (ইখফা গুন্নাহ) ফালমুদাব্বিরতি আমরন, ইয়াওমা,,,,,,,

প্রতি আয়াতে ওয়াকফের রুলস এপ্লাই হচ্ছে কিন্তু এক নিশ্বাসে পড়ে ফেলছে মিলিয়ে পড়ার রুলস এপ্লাই হচ্ছেনা।৷

এক্ষেত্রে হিফজের স্টুডেন্ট দের কি গোনাহ হবে? নাকি এভাবে পড়তে পারবে এক দমে যতটুকু পড়া যায়?
খুবই জরুরী দয়া করে দ্রুত উত্তর দিবেন

প্রশ্ন ২)যদি ২ রুম থাকে এবং সন্ধ্যা বেলায় ২ রুমেই লাইট জালানো থাকে।  মানুষ যদি ১ রুমে থাকে সবাই বাকি ১ রুমে যে লাইট জ্বালানো থাকে তাতে কি অপচয় হয়?

এক্ষেত্রে কী এমন করতে হবে যে? মানুষ যেই রুমে থাকবে সে রুম ছাড়া সব রুমের লাইট অফ করে দিতে হবে এবং যখন অন্য রুমের প্রয়োজন পড়বে অল্পক্ষণের জন্য জ্বালাবে?,

প্রশ্ন ৩)৩/৪ রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পরে যদি ভুলে দুরুদ এর আংশিক/অর্ধেক/পুরো পড়ে ফেলা হয় সেক্ষেত্রে কি সেজদায়ে সাহু ওয়াজিব হবে?

1 Answer

0 votes
by (606,960 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) হিফজের ছাত্ররা মুখস্থ করার পর কিভাবে তিলাওয়াত করবে, সেই চিন্তাভাবনা নিয়েই মূলত তিলাওয়াত করে থাকে, তাই সূরা নাযিআতে গুন্নাহ না করেও এক নিশ্বাসে কয়েক আয়াত করে করে পড়তে পারবে।এত  কোনো সমস্যা হবে না। তবে সাধারণ তিলাওয়াতে এমনটা করা যাবে না,বরং পরিপূর্ণ তাজবীদ মেনেই তিলাওয়াত করতে হবে। 

(২) অযথা লাইট না জ্বালানোই উচিৎ। তবে শুধুমাত্র সন্ধ্যায় দুয়েক রুমে লাইট জালালে তাতে অপচয় হবে না। কিন্তু বিনা প্রয়োজনে সকল রুমে জ্বালিয়ে রাখা অপচয় হবে। সারা রাত্রি জ্বালিয়ে রাখা অবশ্যই অপচয় হবে।

(৩)
৩/৪ রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পরে যদি ভুলে দুরুদ এর আংশিক/অর্ধেক/পুরো পড়ে ফেলা হয়, তহালে সেক্ষেত্রে সেজদায়ে সাহু ওয়াজিব হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 105 views
...