আসসসামু আলাইকুম,
আমার বিয়ে হয়েছে ২ বছর হয়েছে। সম্পূর্ণ পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। বিয়ের আগে পাত্রের কাছে আমার চাকুরী নিয়ে অনুমতি নিয়েছি। পাত্রের ভাষ্যমতে এমন ছিল যে, পারিবারিক দায়িত্ব তার, আমাকে চাকুরীতে সাপোর্ট দিবে। উল্লেখ্য, আমার কোন ভাই নাই, বাবা মার পরিবারের দেখাশুনা করতে আমার চাকুরী করা জরুরী, আর আলহামদুলিল্লাহ্, আমি একজন সরকারি চাকুরীজীবী এবং হাতমোজা,পা মোজা এবং নিকাব করে পর্দা করি।
বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে কোন ভরণপোষণ দেয় না এবং তার পরিবার আমার কাছে মাসিক টাকা দাবি করে, আমার হাজব্যান্ড এরও এ ব্যাপারে সমর্থন আছে। আমার হাজব্যান্ড তার বাবা মাকে প্রতি মাসে খরচ পাঠালেও আমাকে সে কোন খরচ দিতে নারাজ। আমি টাকা চাইলেই আমাকে চাকরি না করতে দেয়ার হুমকি দেয়। আমার টাকা কোথায় কি কাজে খরচ করি এসব বিষয় নিয়ে আমার সাথে খারাপ ব্যাবহার শুরু করে দেয়। আমি যদিও তার কাছে কখনই মাসিক ৫/৭ হাজার এর বেশি খঁুজি না। বাকিটা আমি ম্যানেজ করবো বলি, তাও সে মাসিক কোন খরচ দিতে রাজি না। শুরুতেই যদি সে এমন করে ভবিষ্যতে বাচ্চাদের ভরণপোষণ দিবে বলে আমি মনে করি না।
ভরণপোষণ না দেয়া ছাড়াও সে খুব বদমেজাজি। খুব খুব বাজে ভাষায় আমাকে এবং আমার বাবা মাকে গালি দিয়ে কথা বলে, আমাকে স্ত্রী হিশেবে নূন্যতম সম্মানও করে না। মেয়েদেরকে খুব অসম্মান করে। আমি এসব দেখে অভ্যস্ত নই। প্রচন্ড মানষিক চাপবোধ করছি।
বিয়ের পর থেকেই তার পরিবারের সাথে আমি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি। টাকা না দিলে যেনো তাদের সাথে কথা না বলি সেটা জানিয়ে দিয়েছে এবং আমার সাথে যোগাযোগ করে না। আমি ব্যক্তিগতভাবে কারো সাথে খারাপ সম্পর্ক রেখে শান্তি পাই না।
আমার বাসা থেকে অনেকবার আমার হাজব্যান্ডকে বোঝানোর চেষ্টা করেছে। নিজের ভুল বোঝাতো দূরে থাক, উলটো সে আরো রেগে গিয়ে গালাগালি শুরু করে দেয়। কোন মানুষ সম্পর্কে সে খুব খারাপ মন্তব্য করে, আমি এটা খুব ঘৃণা করি।
তার আখলাক এবং চারিত্রিক বৈশিষ্ট্য এর কারনে আমি মানষিকভাবে অনেক ভেংগে পরেছি।
প্রশ্ন:
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাকে আমার করণীয় সম্পর্কে পরামর্শ দিবেন ইন শা আল্লহ্।