আসসালামু আলাইকুম
সূরা ফাতিহা পড়ার সময়,,, ইহদিনাসসিরতল মুসতাক্বীম বলার পর,, অনেক সময় আমি মুস্তাকিমের সিন হরফটা ভালো করে উচ্চারণ করতে পারি না। তখন শুধু মুস্তাকিম শব্দটা পুনরায় বলি সঠিক উচ্চারণের জন্য।
এখন মুস্তাকিম শব্দটা তো সিরতল এই শব্দটার সাথে যুক্ত,, এখন আমি যদি সঠিকভাবে উচ্চারণ করার জন্য শুধু মুস্তাকিম শব্দটা উচ্চারণ করি,, তাহলে কি কোনো অর্থের সমস্যা হবে? বা সালাত বাতিল হতে পারে?