আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
১/ আমার বয়স ১৯। আমার বাবা একজন লোভী মানুষ এক বেদ্বীন ছেলের টাকা পয়সার সম্পদের লোভে পড়ে গেছে। আমার বাবা আমাকে সেই বেদ্বীন ছেলের সাথে বিয়ে দেয়ার জন্য জোরজবরদস্তি করছে । আব্বু আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে তর্কাতর্কি করে,মারধর করে৷ এই ছেলেটার প্রস্তাব আগেও আসছিল আমি ফিরিয়ে দিছি। আব্বু কোনো কাজ করে না আম্মু ঘরে বসে সেলাই কাজ করে সংসার চালায় । আব্বু চান, উনার মেয়ের জামাই যেন উনাকে খাওয়ায়। উনি বসে বসে খেতে চান নিজে কাজ করতে চান না।
উস্তাদ ওই বেদ্বীন ছেলেকে আমি মরে গেলেও বিয়ে করবোনা। ওই ছেলের সাথে আমার দ্বীনদারিতার কোনো মিল নাই।
আমার আম্মু আমাকে সাপোর্ট করে আর আমার আম্মুও চান না ওই ছেলের সাথে আমার বিয়ে হোক। আমার নানুর বাড়িরও কেউ চাননা ওই ছেলের সাথে বিয়ে হোক...
আমার আম্মুর অনুমতি নিয়ে অনলাইন ওয়েবসাইটে বিয়ের জন্য বায়োডাটা দিয়ে দিছি।
★আমার প্রশ্ন হলো,, আমার বাবার অনুমতি ব্যতিত মায়ের অনুমতি নিয়ে আমি কি কোনো দ্বীনদার ছেলেকে বিয়ে করতে পারবো?
২/ আমি স্বপ্নে দেখছি,, আমি আমার আম্মুকে সাথে নিয়ে হজের উদ্দেশ্যে বিমান দিয়ে পশ্চিমদিকে যাচ্ছি এই স্বপ্নের ব্যাখ্যা কি??
৩/ আমি স্বপ্নে দেখছি,, আমি হেলিকাপ্টার দিয়ে আমাদের বাড়ির দিকে যাচ্ছি সাথে আম্মুও ছিল। হেলিকাপ্টার থেকে নিচে তাকিয়ে দেখি কিছু ঘরে হালকা বন্যার পানি ডুকছে মনে হচ্ছিল বৃষ্টি হয়েছে। স্বপ্নে বৃষ্টি দেখছি কি না মনে নেই। এই স্বপ্নের ব্যাখ্যা কি..?