ওয়াস ওয়াসার প্রশ্ন বলে এড়িয়ে গেলেন কিন্ত এইটা ওয়াস ওয়াসার প্রশ্ন না আমার মতে উস্তাদরা পুরা প্রশ্নটা পড়বেন যেইটা হয়েছে আমি তাই উল্লেখ করসি অন্তত এইবার উত্তর টা দিবেন।
https://ifatwa.info/108577/,এই প্রশ্নের আলোকে নিচের প্রথম কথা গুলা আর প্রশ্নটা , কমেন্ট এ লেখি আগের প্রশ্নের কোন জবাব না পাওয়ায় আবারও করলাম প্রশ্নটা এবং আরও কিছু প্রশ্ন ও করসি সাথে নিচে উল্লেখ করলাম আগের প্রশ্নের আলোকে প্রথম প্রশ্নটা,
//বিবি হুজুর আমার শ্বশুর বাড়িতে কারন পারিবারিক ভাবে উঠিয়ে আনা বাকি। এবং উস্তাদ আমি তো বল্লামি আমি বুজেছি যে আমার কিছু বের হয়েছে কিন্ত আমি তেমন সেইটা কে গুরুত্ব বা অইদিকে নজর দিনাই ভালো ভাবে নজর দিলে তো হয়ত কাপড় অন্যটা পরে বা পেন্ট এর ওই জায়গায় পানি দিয়ে তিন বার ধুয়ে নিতাম কিন্ত বিকালে নামাজ পড়বো এমন চিন্তা ছিলো না কিন্ত পরে যখন পড়া লাগবে তো আর বাসায় এসে যে আমি জামা অন্যটা বা কিছুটা ওই জায়গায় ধুয়ে নিবো তাও সম্বব ছিলো না (আর ততখন পর্যন্ত স্বাভাবিক ভাবেই বলা যাই যখন বের হয়েচে কিছু ওইটা ততখনে শুকিয়ে গেসে তো কোন দিকে লাগসে তখন বুজা ও মুস্কিল আশা করি বুজতে পারছেন আমার কথা) মসজিদ থেকে বাসা দূরে ছিলো তাই অযু করে নামাজ টা পড়ি এখন কি আমাকে পুনরায় নামাজ টা পড়তে হবে আবার জানাবেন জলদি ?
যেহেতু পানি বা কামরস বের হয়েছে কিন্তু এমন না sperm বের হয়েছে আবার তা ও হতে পারে কিন্ত এইটা এখন মনে হচ্চে যখন এমন হয় বা যেইদিন এমন হয় তখন বা যখন প্রশ্ন করি তখন এমন হয় নাই। আরো হুজুর আমি musterbate করার পর যদি গোসল করি গোসল শেষ এ বা গোসল এর পরে আমি আমার লজ্জাস্থান এ টিসু্ দিয়ে পেছিয়ে রাখি যার জন্য লজ্জাস্থান থেকে কিছু বের হলে ও জামা বা আমার পেন্ট বা শরীরে লাগে না। এবং আমি এর পরে যদি নামায পরি তা অযু করেই পড়ি তো এতে কি আমার নামায হবে নাকি হুজুর আমার ওই নামায গুলা হবে না আর আমাকে আল্লাহর কাছে তওবা করতে হবে পরামর্শ দিয়েন ?
আরও কিছু প্রশ্ন বীর্য ধৌত করা নিয়ে::
হুজুর আমি আগে ও কিছু বার খেয়াল করেছি musterbate করার পরে আমার পেন্ট বা underwear এ কিছুটা কামরস জেইটা musterbate বা সহবাস করার পরে যেইটা বের হয় ওইটা তো বীয কিন্ত এর পরে ধৌত করার পরে লজ্জাস্তান কিছু খন বা কিছুটা কামরস বা পানির মত আঠালো বের হয় যেইটা পেন্ট বা যদি পেন্ট এর নিচে underwear পরা থাকে ওইটাই লেগে থাকে শুধু পেন্ট পড়লে কি কখনো লাগছে মনে নেই বা আমি পেন্ট এর বিষয় টা খেয়াল কখনো হয়ত করি ও নাই কিন্তু আমার underwear এ লাগতো আর ধোয়ার পরে আমি তৈল বা কিছু deep কিছু যে এইখানে লাগসে বা দাগ কিছু পড়ছে তা বিজা কাপড় এ কিন্ত বুজা জায় তো আমি এর পরে আর ধুয় না আমি শুকাইতে দিয়ে দি এখন শুকানোর পড়ে তো হয়ত দাগ থাকে বা দাগ দেখা যায় এবং আমি ও তেমন জানতাম না যে কিভাবে ধৌত করতে হবে প্রপারলি তো এতে দিন বা আজকে পর্যন্ত যে আমার সাথে এমন বা আমি করে আসছি এতে কি আমার গুনাহ হবে ? (আমি গতকালকে সাইট এ খুজে খুজে কিছুটা এই বিষয় জানসি আমি আগে জানতাম কিছুটা যদি কামরস বা পানির মত আঠালো কিছু বের হয় অই জায়গা ৩ বার বিসমিল্লাহ বলে ধুয়ে নিলেই হবে)