ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কিন্তু আপনার আলোচনা থেকে বুঝা যাচ্ছে, বিক্রেতা আপনাকে এবং আপনার ভাবীকে অনুমতি দিচ্ছে, তাই আপনি আপনার ভাবির সাথে দেখতে পারবেন তাকে সাহায্য করার নিয়তে। এতে কোনো সমস্যা হবে না।
(২) মহিলা অনুমতি না দিলে আপনার জন্য ভাবির ক্রয়কৃত কোর্স দেখা জায়েয হবে না।
(৩) জ্বী, বিক্রেতার আলোচনা থেকে বুঝা যাচ্ছে যে, তার সম্মতি রয়েছে।
(৪) হারাম টাকা গরীবদেরকে সদকাহ করতে হয়। আপনি গরীব মিসকিনদেরকে সদকাহ করে দিবেন।
(৫) বাবা মা বা সন্তান ও বিবিকে নিজ যাকাত দেয়া যায় না। তবে তারা গরীব হলে, হারাম মালকে সদকা হিসেবে দেয়া যাবে।
(৬) যদি আপনার মা বা বাবার নিকট নেসাব পরিমাণ মাল না থাকে, তাহলে তাদেরকে উক্ত টাকা দিতে পারবেন।
(৭) মা গরীব হলে, মাকে দিতে পারবেন।
(৮) হারাম টাকাটা দানের নিয়তে ভাইয়ের ছেলেকে ড্রেস কিনে দিলেও হবে।