ওয়া আলাইকুমুস-সালাম ওয়া
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
বিসমিল্লাহির রহমানির রহীম
জবাব:-
https://ifatwa.info/35543/ নং ফাতাওয়ায়
আমরা বলেছি যে, সিগারেট কোম্পানিতে চাকুরী করা,সিগারেট বিক্রয় করা জায়েজ কিনা,এই মর্মে ইসলামী স্কলারদের মাঝে মতবিরোধ রয়েছে।
মত বিরোধের
মূল বিষয় হলো সিগারেট খাওয়া হারাম নাকি মাকরুহ?
অনেক ইসলামী
স্কলারদের মতে এটি মাকরুহ। অনেকের মতে হারাম। সুতরাং এর উপর ভিত্তি
করে সিগারেট কোম্পানিতে চাকুরী করা,সিগারেট বিক্রয় করা জায়েজ কিনা,এই মর্মে ইসলামী স্কলারদের মাঝে মতবিরোধ সৃষ্টি হয়েছে।
এক পক্ষের মত
হলোঃ সিগারেট বা বিড়ির কোম্পানীতে চাকুরী
করা জায়েয। তবে মদের কোম্পানিতে
চাকুরী করা জায়েজ নেই।
বিস্তারিত জানুনঃ
https://ifatwa.info/4255/
সিগারেট বা
বিড়ির কম্পানীতে চাকুরী করা জায়েয। কেননা সিগারেট বানানো বা সেল করা মূলত কোনো হারাম
কাজ নয় বরং তা বৈধ কাজই।যদিও ধুমপান করা মাকরুহ।
ফাতাওয়া শামীতে
বর্ণিত আছে,
ﻭﻟﻮ ﺁﺟﺮ ﻧﻔﺴﻪ
ﻟﻴﻌﻤﻞ ﻓﻲ ﺍﻟﻜﻨﻴﺴﺔ ﻭﻳﻌﻤﺮﻫﺎ ﻻ ﺑﺄﺱ ﺑﻪ ﻷﻧﻪ ﻻ ﻣﻌﺼﻴﺔ ﻓﻲ ﻋﻴﻦ ﺍﻟﻌﻤﻞ
ﺭﺩ ﺍﻟﻤﺤﺘﺎﺭ ﻋﻠﻰ
ﺍﻟﺪﺭ ﺍﻟﻤﺨﺘﺎﺭ٦\٣٩٢ » ﻛﺘﺎﺏ ﺍﻟﺤﻈﺮ ﻭﺍﻹﺑﺎﺣﺔ » ﻓﺼﻞ ﻓﻲ ﺍﻟﺒﻴﻊ
যদি কেউ কোনো
গির্জায় শ্রমিক হিসেবে কাজ করে,অথবা টাকার বিনিময়ে
গির্জা নির্মাণ করে দেয়, তাহলে এতে তার কোনো
গুনাহ হবে না। কেননা এখানে মূল কাজে কোনো গুনাহ নাই। (রদ্দুল মুহতার,৬/৩৯২)
আরো জানুনঃ
https://ifatwa.info/4255/
শরীয়তের বিধান
হলো সিগারেট বিক্রি করা যাবে,এই ব্যাবসা জায়েজ আছে
। এবং এর বিক্রির টাকাও হালাল হবে। তবে এহেন ব্যাবসা না করাই উত্তম।[ফাতাওয়া উসমানী-৩/৮৮-৮৯]
দারুলউলুম দেওবন্দ
এর ফতোয়া বিভাগের ওয়েবসাইট থেকে প্রকাশিত 22331 নং ফতোয়া তে বলা হয়েছে যে সিগারেট বিক্রয়
করা জায়েজ আছে,তবে ভালো (আচ্ছা) নয়। সিগারেট এর ব্যাবসা মাকরুহ। (ফাতাওয়ায়ে ফরিদিয়্যাহ ৭/৫১)
وَصَحَّ
بَيْعُ غَيْرِ الْخَمْرِ) مِمَّا مَرَّ، وَمُفَادُهُ صِحَّةُ بَيْعِ الْحَشِيشَةِ
(رد المحتار، كتاب الأشربة-10/35)
وَبِالْجُمْلَةِ
إنْ ثَبَتَ فِي هَذَا الدُّخَانِ إضْرَارٌ صِرْفٌ خَالٍ عَنْ الْمَنَافِعِ
فَيَجُوزُ الْإِفْتَاءُ بِتَحْرِيمِهِ وَإِنْ لَمْ يَثْبُتْ انْتِفَاعُهُ
فَالْأَصْلُ حِلُّهُ مَعَ أَنَّ فِي
الْإِفْتَاءِ بِحِلِّهِ دَفْعَ الْحَرَجِ عَنْ الْمُسْلِمِينَ فَإِنَّ
أَكْثَرَهُمْ مُبْتَلُونَ بِتَنَاوُلِهِ مَعَ أَنَّ تَحْلِيلَهُ أَيْسَرُ مِنْ
تَحْرِيمِهِ وَمَا خُيِّرَ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ –
بَيْنَ أَمْرَيْنِ إلَّا اخْتَارَ أَيْسَرَهُمَا (العقود الدرية في تنقيح الفتاوى
الحامدية، مَسَائِلُ وَفَوَائِدُ شَتَّى مِنْ الْحَظْرِ وَالْإِبَاحَةِ وَغَيْرِ
ذَلِكَ، مَسْأَلَةٌ أَفْتَى أَئِمَّةٌ أَعْلَامٌ بِتَحْرِيمِ شُرْبِ
الدُّخَانِ-2/332
যার সারমর্ম
হলোঃ মদ ব্যাতিত অন্যান্য সব কিছুর ব্যবসা
জায়েজ আছে।
আরো জানুনঃ https://ifatwa.info/4295/
★অন্য পক্ষের
মত অনুসারে সিগারেট বিক্রয়, কোম্পানিতে চাকুরী সবই নাজায়েজ। তারা বলেন যে সিগারেট
খাওয়া হারাম, এটি শরীরকে ধ্বংসের দিকে ফেলে দেয়। যেহেতু সিগারেট খাওয়া হারাম,তাই তাহা বিক্রয়, সেসব কোম্পানিতে চাকুরীও
নাজায়েজ।
আল্লাহ তায়ালা
বলেনঃ
وَتَعَاوَنُوا
عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে
একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে
ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নে
উল্লেখিত ছুরতে আপনি মৌলিক ভাবে এমন একটি কোম্পানীতে কাজ করছেন, যাদের অধিকাংশ প্রোডাক্ট
হালাল। তবে তাদের একটি পণ্য সিগারেট। এটিই তাদের প্রধান পণ্য নয়। বিধায়, অধিকাংশ উলামায়ে
কেরামের মতে আপনার জব করা ও বেতন গ্রহণ করা জায়েয। তবে কিছু আলেমের মতে এটি নাজায়েজ
বা হারাম না হলেও অনুত্তম কাজ। বিধায়, আপনি সতর্কতা মূলক ভাবে প্রতি মাসে কিছু
টাকা সদাকা করে দিতে পারেন ইনশাআল্লাহ।