আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ। বিয়ে হয়েছিলো ফোনে, আত্মীয়-স্বজন নিয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে। ছেলে মুখে 'কবুল' বলেছিলো আর মেয়ের মুখ থেকে কবুল না নিয়ে মেয়ের বাবা মজলিসে মত দেওয়ার মাধ্যমে বিয়েটা হয়। কিন্ত রেজিস্ট্রি হয়নি যেহেতু ছেলে সশরীরে উপস্থিত ছিলোনা সিগনেচার দেওয়ার জন্য। কথা ছিলো, ছেলে দেশে আসার পর বর-কনে কে আবার কবুল বলিয়ে রেজিস্টার করা হবে।
ছেলে দেশে আসার পরই বলছে, এই বিয়ের সম্পর্ক বাদ দিয়ে দিতে। পরে জানতে পারি, ছেলে এই বিয়ের পর পরকিয়া করে আরেকটি বিয়ে করেছে গোপনে এমনকি দেশে কয়েকবার এসেও গিয়েছে যা মেয়ে পক্ষের কেউই জানতো না। ছেলে চায় না এই বিয়েটা রাখতে এবং এসব নতুন তথ্য শোনার পর মেয়ে পক্ষও চায় না এই সম্পর্কটা স্থায়ী হোক।
এখন প্রশ্ন হচ্ছে,
১) ছেলে-মেয়ের বিয়েটা কি ইসলামি শরীয়ত মোতাবেকে সম্পন্ন হয়েছিল না ?
২) বিবাহ বিচ্ছেদের জন্য বর্তমানে করণীয় কি ? রেজিস্ট্রি যেহেতু হয়নি তাহলে তো ডিভোর্স পেপারের প্রয়োজন নেই। এখন কি ছেলেকে নিজ মুখে ৩ বার 'তালাক' বলতে হবে সাক্ষী রেখে ? (আল্লোহুম্মাগফিরলি, আল্লাহ সবাইকে সঠিক হিদায়েত দিক আমীন)
উত্তরটা দ্রুত দিলে অনেক ভালো হয় কেননা ছেলে আজই বিদেশ চলে যাবে, ফায়ছালাটা আজকেই প্রয়োজন।
-জাযাকাল্লাহু খইরন