ওয়া ‘আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহু।
বিসমিল্লা-হির রহমা-নির রহীম।
জবাবঃ
https://ifatwa.info/41862/ নং ফাতওয়ায় আমরা বলেছি
যে,
ঘুম থেকে উঠে কাপড়ে আর্দ্রতা দেখলে এর সর্বমোট ১৪ টি সূরত
হতে পারে।
স্বপ্নদোষ স্বরণ থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে
পারে এবং স্বরণ না থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে পারে।
স্বপ্নদোষ স্বরণ থাকাবস্থায় সম্ভাব্য সাতটি সূরত নিম্নরূপ
(বিধান সহ) যথাঃ-
(১) বীর্য সম্পর্কে নিশ্চিত। (গোসল ফরয হবে)
(২) মযি সম্পর্কে নিশ্চিত। (ফরয হবে)
(৩)ওদী সম্পর্কে নিশ্চিত। (ফরয হবে না)
(৪) বীর্য না মযি? এ
নিয়ে সন্দিহান। (ফরয হবে না)
(৫) বীর্য না ওদী? এ
নিয়ে সন্দিহান। (ফরয হবে না)
(৬) মযি না ওদী? এ
নিয়ে সন্দিহান। (ফরয হবে না)
(৭) বীর্য না মযি না ওদী? এ নিয়ে সন্দিহান। (ফরয হবে না)
স্বপ্নদোষ স্বরণ না থাকাবস্থায় সম্ভাব্য সাতটি সূরত
নিম্নরূপ (বিধান সহ) যথাঃ-
(১) বীর্য সম্পর্কে নিশ্চিত (ফরয হবে)
(২) মযি সম্পর্কে নিশ্চিত। (ফরয হবে না)
(৩) ওদী সম্পর্কে নিশ্চিত। (ফরয হবে না)
(৪) বীর্য না মযি? এ
নিয়ে সন্দিহান। (তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে)
(৫) বীর্য না ওদী? এ
নিয়ে সন্দিহান। (তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে)
(৬) মযি না ওদী? এ
নিয়ে সন্দিহান। (ফরয হবে না)
(৭) বীর্য না মযি না ওদী? এ নিয়ে সন্দিহান। (তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে) (মিনহ্তুল খালিক-১/৫৮)
বিঃ দ্র; ইমাম আবু
হানিফা এবং ইমাম আবু ইউসুফ রাহ. কে তারাফাইন বলা হয়ে থাকে এবং ইমাম আবু হানিফা ও
আবু ইউসুফকে শায়খাইন বলা হয়ে থাকে।
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী বোন!
১. জ্বী হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে ফরজ গোসল করে নিবেন।
২.
উপরোক্ত প্রকারগুলোর মধ্য থেকে দেখে নিবেন।
৩.
সাধারণত এমন সময় মযি বের হয়ে থাকে। যা বের হলে ফরজ গোসল করা লাগে না। তবে তা নাপাক।
তবে
কখনো বীর্য বের হওয়ার ব্যাপারে নিশ্চিত হলে তখন ভিন্ন কথা।
মহিলাদের বীর্যপাত হওয়া সম্পর্কে আরো বিস্তারিত জানুন -
https://ifatwa.info/13648/