আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
27 views
in সালাত(Prayer) by (1 point)
আস-সালামু আলাইকুম উস্তাদ।

কোনো মসজিদে, যেখানে জামাতের সময় নির্ধারিত, যদি দেখা যায় কিছু লোক নির্ধারিত জামাতের আগে জামাত শুরু করছে, আর আমার অবস্থা যদি এমন হয় যে আমি হয় সেই জামাতে অংশগ্রহণ করবো অথবা একা একা সালাত আদায় করে নিজের গন্তব্যের উদ্দেশ্য বেরিয়ে যাবো, তবে উক্ত জামাতে অংশগ্রহণ না করে একাকী সালাত আদায় করাই কি সুন্নাহর অধিকতর নিকটবর্তী হবে?

উল্লিখিত পরিস্থিতি যদি বেশ কয়েকদিন ধরে সৃষ্টি হয়, যেমন কোনো বোর্ড পরিক্ষার জন্য, তখন কি মাসালা একই থাকবে?

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
উলামায়ে কেরাম বলেন,যে মসজিদের ইমাম মু'আজ্জিন নির্ধারিত আছেন,সেই মসজিদে দ্বিতীয় জামাত মাকরুহে তাহরীমি। তবে বিষয়টা মতবেদপূর্ণ। উলামাদের মতপার্থক্য এতে বিদ্যমান রয়েছে।
আর যদি কোনো মসজিদ এমন থাকে, যেখানের ইমাম মু'আজ্জিন নির্ধারিত না থাকেন, তাহলে সেই মসজিদে জামাতের জন্য আহবান করা ব্যতীত তথা তিন/চার জন মিলে দ্বিতীয় জামাত পড়া যাবে। এই রুখসত রয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/16637

مسجد شرعی کی حدود میں اس طرح جماعت کرنا شرعاً مکروہ ہے۔ ویکرہ تکرار الجماعة بأذانٍ وإقامة فی مسجد محلة لا فی مسجد طریق أو مسجد لا إمام لہ ولا موٴذن الخ (درمختار مع الشامی: ۲/۲۸۸، ط: زکریا) ۔واللہ تعالیٰ اعلم
فتوي نمبر: 151-80/SN=2/1440
دارالافتاء،
دارالعلوم دیوبند

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এমন কোনো মসজিদে, যেখানে জামাতের সময় নির্ধারিত রয়েছে। যদি দেখা যায় কিছু লোক নির্ধারিত জামাতের আগেই জামাত শুরু করে দিয়েছে। এদিকে আপনার অবস্থা যদি এমন হয় যে, হয়তো আপনি সেই জামাতে অংশগ্রহণ করবেন অথবা একা একা সালাত আদায় করে নিজ গন্তব্যে বেরিয়ে যাবেন। তাহলে এমতাবস্থায় উক্ত জামাতে অংশগ্রহণ না করে বরং একাকী-ই সালাত আদায় করে নিবেন। এটাই সুন্নাহর অধিকতর নিকটবর্তী। কেননা দ্বিতীয় জামাতের ত্বরিকা জনসম্মুখে উপস্থাপন না করাই সুন্নাহর নিকটবর্তী। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...