আস-সালামু আলাইকুম উস্তাদ।
কোনো মসজিদে, যেখানে জামাতের সময় নির্ধারিত, যদি দেখা যায় কিছু লোক নির্ধারিত জামাতের আগে জামাত শুরু করছে, আর আমার অবস্থা যদি এমন হয় যে আমি হয় সেই জামাতে অংশগ্রহণ করবো অথবা একা একা সালাত আদায় করে নিজের গন্তব্যের উদ্দেশ্য বেরিয়ে যাবো, তবে উক্ত জামাতে অংশগ্রহণ না করে একাকী সালাত আদায় করাই কি সুন্নাহর অধিকতর নিকটবর্তী হবে?
উল্লিখিত পরিস্থিতি যদি বেশ কয়েকদিন ধরে সৃষ্টি হয়, যেমন কোনো বোর্ড পরিক্ষার জন্য, তখন কি মাসালা একই থাকবে?