১. কিছুদিন আগে আমার বউ একটি কথা বলে,সেই কথা শুনে একজন আলেম কুফরের কথা বলেছিলেন। তা শুনে আমি ও আমার বউ সতর্কতামূলক সংক্ষেপে বিবাহ দোহরাই......(যাতে বিষয়টা বুঝতে পেরে এমন কথা না বলে)
কিন্তু সে যেনো ভয় পায় তাই তাকে বলিনি যে, বড় কয়েকজন মুফতিগণ তার বিষদ বর্ননা শুনে বলেছেন কাফের হবে না।
আজকে তাকে একটা বিষয় নিয়ে বিরক্ত করায় ,সে বলে "আমার সাথে বাড়াবাড়ি করলে সেদিনের মতো ঘটনা করবো" (মূলত ওই দিন আমি বিরক্ত করার ঝের ধরে ওই কথাটি বলে)
পরে বলি এটা কেমন কথা, এজন্য সেদিনের মতো কুফরি কথার হুমকি দিবে? তখন বলে "আমারে রাগাও কেনো"
তারপর তাকে এটা নিয়ে আরো জিগ্যেস করলে বলে,
" কোনো নামাজ রোজা কে গালি দিয়ে কিছু বলবে, এমন কোনো উদ্দেশ্য করে এই কথা বলেনি " আরো বলে
"এতো ভেবে বলেনি কিছুই, শুধু এটা ভেবে বলেছে সেদিনের মতো পরিস্থিতি তৈরি করবো"
কি বলবে/করবে বা এমন কিছু ভেবে বলে নি...
ইন্সটেন্ট আমাকে থামানোর জন্য এমন বলেছে
তার কি এতে কুফর হয়েছে.?তার হজ, নেক আমল সব ধ্বংস হয়ে গেছে?
২. কোনো কথায় কুফর হয়নি, কিন্তু হয়েগেছে মনে করে বিবাহ দোহরানো, কলিমা পাঠ করে ইমান নবায়ন কি গুনাহের কাজ?