আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
১.একজন গরিব মহিলা দর্জি কাজ করে কষ্ট করে অর্থ উপার্জন করেন ।
উনার থেকেই একজন ব্যাংকারের স্ত্রী ন্যায্য মূল্যের অধিক অর্থ দিয়ে কাপড় সেলাই করিয়ে নেন উক্ত দর্জি মহিলার থেকে, আবার প্রায় অনেক কিছু হাদিয়া দিয়ে থাকেন (হাদিয়া গুলো হলো:টাকা, খাবার, নতুন কাপড়,জুতা)
ঐ গরিব মহিলার হাজবেন্ড নেই,তাই তিনি এটাই জানতে চাইছেন যে তিনি যেহেতু গরিব আবার পরিশ্রম করেই টাকা গুলো নিচ্ছেন ব্যাংকারের স্ত্রীর থেকে সেহেতু এই টাকা গুলো কি হালাল হবে ?
নাকি হারাম ই থাকবে ?
তাদের বাড়িতে দাওয়াত দিলে গিয়ে খাওয়া দাওয়া করা কি জায়েজ হবে?(সম্পর্কে উনারা দুই চাচাতো বোন)
(বি:দ্র: ব্যাংকার বলতে তিনি ব্যাংকের ম্যানেজার,এটা ছাড়া অন্য কোন সোর্সও নেই লোকটার টাকা ইনকামের)
২.হায়েজ,গোসল ফরজ অবস্থায় কি দুরূদ শরিফ পড়লে গোনাহ হবে?
৩.বিয়ের জন্য আমল আছে কুরআন ও সুন্নাহ থেকে এমন আমল দিবেন দয়া করে, বিয়ে নিয়ে কথা শুনতে শুনতে মাঝে মধ্যে পাগল হয়ে যাচ্ছি মনে হয় ।
আমার বয়স ২৪
এর আগে আমার ২০ বছর বয়সে আমার অমতে,জোর করে কোনো ধরনের খোঁজ খবর না নিয়ে আমাকে আমাদের গ্ৰামের বাড়িতে বিয়ে দেয়া হয় ।লোকটার ফিজিক্যাল সমস্যার কারণে উনার এবং আমার মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি ,এ কারনেই বিয়ের আড়াই দিন পর বাড়িতে এসে আর যাইনি আমি, ডিভোর্সও এ কারনেই হয়েছিল,ঐ লোকটি এই সমস্যার কারনে আগের আরো দু'জন স্ত্রী চলে গেছিলো সেগুলো বিয়ের পর জেনেছিলাম আমরা । আমার পরিবার-ই এমন খোঁজ খবর না নিয়ে বিয়ে দিয়েছিলেন,আর এখন যখন আমাকে দেখতে এসে পাত্র পক্ষ আমি ডিভোর্সি শুনে , আমার বয়স বেশি নাকি তাই
পিছু হটেন, ঠিক এই সময়ে আমার পরিবারই আমাকে বলেন যে আমার বয়সি সব মেয়েদের বিয়ে হয়ে গেছে আমার হয়না কেন?
আমি পর্দা ছাড়া পাত্র পক্ষের সামনে যাইনা তাই বিয়ে হয়না
ছেলেদের সাথে হারাম রিলেশন করে পরিবারকে বললেই তোহ পারিবারিক ভাবে দেখাশোনা করে বিয়ে হয়ে যায়
আরো অনেক ভাবে কথা শুনতে শুনতে আমি আমার ধৈর্য ধরে রাখতে অক্ষম
এমতাবস্থায় আমি কিভাবে অধিক ধৈর্যশীল হতে পারবো,কি আমল করলে মানসিক ভাবে ঠিক থাকতে পারবো আর মা বাবার কষ্টের কারণও হবো না ,এমন কিছু পরামর্শ দিলে অনেক উপকার হতো ইন শা আল্লাহ