আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত
আমার এক পরিচিত বড় ভাই আমাকে কিছু টাকা দিয়েছেন খরচ করার জন্য। আমি জানি এই টাকা হারাম পন্থায়(জুয়া) উপার্জন করা। তাই নিতে চাইনি। সামনা সামনি বলাও যায়না হারাম টাকা নিবো না। বারবার না করার পরও জোর করে দিয়েছেন। এখন এই টাকা ব্যবহার করা আমার জন্য কি জায়েজ হবে? জায়েজ হলে কোন উপায়ে ব্যবহার করতে পারবো? ঋন পরিশোধ, ঘর ভারা দেওয়া ইত্যাদি। ব্যবহার করা নাজায়েজ হলে কি করতে হবে এই টাকার?
জাযাকুমুল্লাহু খাইরান