আমি একটি দোকানে জব করি। আমি একাউন্ট ও ম্যানেজমেন্ট দেখাশোনা করি। তো মালিক পক্ষ থেকে অনুমতি আছে ক্যাশ থেকে টাকা নিয়ে নাস্তা খাওয়ার। এখন মালিকপক্ষ থেকে নিদিষ্ট কোন টাকা নেওয়া বিষয় বলা নাই। তো কোনদিন নাস্তা খেতে ৫০ টাকা নেই আবার কোনদিন ৮০ টাকা নেই। যেদিন নাস্তা খেতে যা লাগে নেই। আর আমি কত টাকার নাস্তা খাই তা খরচের খাতায় উঠিয়ে রাখি। যাতে তারা দেখতে পারে। এখন এভাবে টাকা নেওয়া কি ঠিক হচ্ছে?